আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে শান্তির পথ নিয়ে আলোচনা করতে শনিবার সুইজারল্যান্ডে সম্মেলনে করার কথা ৯০টি দেশের নেতাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি শনিবারের সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশা করছেন।
শীর্ষ এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এমন সময়েই যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর স্কাই নিউজের।
জেলেনস্কি বলেন, ‘তার প্রস্তাবে নতুন কিছু নেই। এটাই পুতিন। পুতিন আমাদের কিছু অঞ্চল দখলে নেয়ার দাবি করেন। তিনি ইতিমধ্যে আমাদের কিছু অঞ্চল দখল করেছেন। কিছু অঞ্চল এখনো দখল করতে পারেননি। এরপর তিনি বলেছিলেন থামবেন এবং যুদ্ধ অচলাবস্থা দেখা দেবে না।
জেলেনস্কি বলেন, হিটলার যে ধরনের কথা বলতেন, পুতিনও একই ধরনের কথা বলছেন। হিটলার বলেছিলেন আমাকে চেক প্রজাতন্ত্রের একটি অংশ দিয়ে দেন, তাহলে যুদ্ধ শেষ হবে। তবে তিনি মিথ্যাচার করেছিলেন। কেননা এরপর পোল্যান্ডের একটি অংশ দাবি করেন তিনি। তারপরে তো তিনি পুরো ইউরোপ দখলে নিয়ে নেন। এটাই নাৎসিবাদ। আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না। কারণ তিনিও একই পথে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।