পুতিনের যে মন্তব্যে হেসে দিলেন ইরানের প্রেসিডেন্ট

পুতিনের যে মন্তব্যে হেসে দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার উজবেকিস্তানের সামারকান্দে সাংহাই কো-অপারেশন  সম্মেলনের মাঝে দ্বিপক্ষীয় বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

পুতিনের যে মন্তব্যে হেসে দিলেন ইরানের প্রেসিডেন্ট

তাদের আলোচনার মধ্যে ছিল পারমাণবিক চুক্তিসহ অন্যন্য বিষয়।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তির বিষয়ে ‘আন্তরিক না’ এবং তারা তাদের দেওয়া অনেক কথা ভঙ্গ করেছে।

ইরানের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মন্তব্য করেন ‘তারা আগে কথা দেয় পরে সেটি ভঙ্গ করে।’

পুতিনের এ মন্তব্যটি যখন দোভাষী ইরানের প্রেসিডেন্টের কাছে বলেন তখন দুই নেতা একসঙ্গে হেসে দেন।

পুতিন ইরানের প্রেসিডেন্টকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হলো কথার রাজা। তারা প্রথমে কথা দেয় এরপর সেটি ভঙ্গ করে। তারা এগুলো করে করে; কারণ এগুলো আনন্দ দেয়।

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

মাইকিং করে ৩০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি!