Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পুতিনের সঙ্গে বাইডেনের বৈঠক হবে সঠিক সময়ে : হোয়াইট হাউস
    আন্তর্জাতিক

    পুতিনের সঙ্গে বাইডেনের বৈঠক হবে সঠিক সময়ে : হোয়াইট হাউস

    জুমবাংলা নিউজ ডেস্কMarch 20, 20213 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যখন ‘উপযুক্ত সময়’ আসবে তখনই বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্স’র।

    শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জেন পিয়েরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট পিছু হটছেন না; বরং দু’দেশের সম্পর্কের বিষয়ে তিনি বরাবরই স্পষ্টতার পক্ষে। যখন উপযুক্ত সময় আসবে, তখনই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন আমাদের প্রেসিডেন্ট।’

    গত ১৭ মার্চ (বুধবার) বুধবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছেন জো বাইডেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিরোধীদের ওপর রাশিয়ান সরকারের নির্মম আচরণের প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ‘খুনি’ বলে মনে করেন কি না।

       

    সেই প্রশ্নের উত্তরে বাইডেন বলেছিলেন, ‘হ্যাঁ (আমি তাকে ‍খুনি বলে) মনে করি।’ পাশাপাশি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন হস্তক্ষেপ করেছিলেন অভিযোগ করে সাক্ষাৎকারে বাইডেন বলেন, এজন্য রাশিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

    বাইডেনের এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরদিন বৃহস্পতিবার রাশিয়ার একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবাইকে নিজেদের মতো মনে করেন বলে ওই সাক্ষাৎকারে বাইডেনকে খোঁচাও দেন পুতিন।

    সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনকে সরাসরি আলোচনার আহ্বান জানাতে চাই। আমার বিশ্বাস, খোলাখুলি আলাপ-আলোচনা অনেক ব্যাপারে অস্পষ্টতা দূর করবে। তবে শর্ত হচ্ছে, এই আলোচনা হতে হবে লাইভ এবং অনলাইনে। অবিলম্বে এটা শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি।’

    পাশাপাশি বাইডেনকে খোঁচা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে…বাল্যকালে যখন আমরা খেলার মাঠে বা উঠোনে বন্ধুদের সঙ্গে ঝগড়া করতাম, তখন বলতাম— যে এটা বলেছে, সে তা করেছে। এখন আমার মনে হয়, ওই কথাটি স্রেফ বাচ্চাদের কথা নয়, মানুষের মানসিক গঠন বিষয়ে গভীর ইঙ্গিত রয়েছে কথাটিতে।’

    ‘আমরা সবসময় অন্যদেরকে নিজেদের বৈশিষ্ট অনুযায়ী বিচার করি এবং এই সিদ্ধান্তে পৌঁছাই যে, প্রকৃতপক্ষে আমরা যেমন, অন্যরাও তেমনই। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা তাদের কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন বা মতামত দাঁড় করাই।’

    ‘যুক্তরাষ্ট্রের ইতিহাস আমরা অনেকেই জানি। স্থানীয় আদিবাসীদের হত্যা করে সেখানে বসতি স্থাপন করা, কালো মানুষদের ধরে এনে দাস হিসেবে ব্যবহার করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা ফেলা— এরকম আরো বহু ইতিহাস আছে তাদের।’

    ‘তারা মনে করে আমরাও তাদের মতোই। কিন্তু সেটি সঠিক নয়, আমরা ভিন্ন। আমাদের জেনেটিক কোড থেকে শুরু করে সংস্কৃতি, আদর্শগত মূল্যবোধ…সবই তাদের থেকে আলাদা।’

    সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দীর্ঘায়ুও কামনা করেছেন পুতিন পাশাপাশি দেশটির সঙ্গে যুগপৎভাবে কাজ করার আগ্রহ জানিয়ে বলেন, ‘রাশিয়ার জন্য লাভজনক কিংবা রাশিয়ার মঙ্গলের জন্য উপযোগী সব ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই। তারা যতই আমাদের উন্নয়ন থামিয়ে দিতে চাক, কিংবা নিষেধাজ্ঞা আরোপ করুক বা অপমান করুক, রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে না।’

    এদিকে পুতিনের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা। তারা জেন সাকিকে বাইডেনের আগ্রহের বিষয়ে অবহিত করলে তিনি বলেছিলেন, এই মূহুর্তে ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলাপচারিতা সম্ভব নয়, কারণ রাষ্ট্রীয় কাজে তিনি এখন ‘অতিমাত্রায় ব্যস্ত’।

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি তখন বলেছিলেন, ‘আমাদের প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের একদফা কথা হয়েছে, এখনো বিশ্বের অনেক নেতার সঙ্গেই যা হয়নি। আর তাছাড়া, প্রেসিডেন্ট এখন অত্যন্ত ব্যস্ত আছেন। আগামীকালই বিশেষ কাজে জর্জিয়া যাচ্ছেন তিনি।’

    তবে শনিবার দৃশ্যত আগের অবস্থান থেকে সরে এসেছে হোয়াইট হাউস। রাশিয়ার সঙ্গে যুগপৎভাবে কাজ করতেও বাইডেন প্রশাসন আগ্রহী বলে জানিয়েছেন ক্যারিন জেন পিয়েরে। এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্টের কথার প্রতিধ্বনিই করেছেন হোয়াইট হাউস মুখপাত্র।

    ক্যারিন বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ভিন্ন নীতি অবলম্বন করে— এটা সত্য; কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িয়ে আছে— এমন ইস্যুগুলোতে রাশিয়ার সঙ্গে যুগপৎভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকারের কোনো আপত্তি নেই।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    শি জিনপিং

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

    October 4, 2025
    Gaza

    গাজায় অভিযান বন্ধের আহ্বানে রাজি নেতানিয়াহু

    October 4, 2025
    যুক্তরাষ্ট্রে গরমের রেকর্ড

    যুক্তরাষ্ট্রে গরমের রেকর্ড! অক্টোবরে ৯০ ডিগ্রি তাপমাত্রা

    October 4, 2025
    সর্বশেষ খবর
    বাগদান - রাশমিকা-বিজয়

    বাগদান সম্পন্ন করলেন রাশমিকা-বিজয়, বিয়ে কবে?

    who did ed gein kill

    Who Did Ed Gein Kill? Facts vs Fiction in Netflix’s ‘Monster’

    Tofayel

    তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, মৃত্যু নিয়ে গুজব

    Kyren Lacy Death: How Did He Die?

    Kyren Lacy Death: How Did the LSU Player Die? Cause of Death Details Revealed

    Kaligonj-Gazipur-BNP's leaflet distribution and mass outreach program-2

    কালীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

    Arthur Jones’ cause of death has been revealed

    Arthur Jones’ Cause of Death Has Been Revealed: Former NFL Star, Super Bowl Champion and Jon Jones’ Brother

    Gold

    ফের সর্বোচ্চ দামে সোনা, ভরিতে যত টাকা

    শি জিনপিং

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

    ChatGPT

    চ্যাটজিপিটি থেকে ভালো আউটপুট পাওয়ার ৫টি কার্যকর কৌশল

    Land a

    বারান্দায় কবর খুঁড়ে জামাইকে হত্যার চেষ্টা স্ত্রী ও শাশুড়ির

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.