পুতিনের সাথে বিশ্বনেতাদের অবশ্যই আলোচনা চালিয়ে যেতে হবে : ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান রোববার বলেছেন, ইউক্রেন আগ্রাসন বন্ধে সম্মত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শক্তিগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে অবশ্যই আলোচনা চালিয়ে যেতে হবে। খবর এএফপি’র।

দোহায় এক সম্মেলনে লি ড্রিয়ান বলেন, পুতিন তার কোন লক্ষ্য অর্জন করতে না পারলেও আগ্রাসনের শিকার ইউক্রেনের মারিউপোল নগরীতে অস্ত্রবিরতি পালন করা হবে। পরে সেখানে আলোচনা হতে পারে।

অস্ত্রবিরতি পালনের ব্যাপারে এ সপ্তাহে পুতিনের সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকথা বলার পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে লি ড্রিয়ান দোহা ফোরামকে বলেন, ‘আমরা রাশিয়ার সাথে অবশ্যই আলোচা না ধরে রাখবো। আমরা অবশ্যই প্রেসিডেন্ট পুতিনের সাথে সঠিকভাবে কথা বলা অব্যাহত রাখবো কারণ তিনি এ পর্যন্ত তার কোন লক্ষ্য অর্জন করতে পারেননি।

লি ড্রিয়ান বলেন, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনকে ঐক্যবদ্ধ করেছে এবং ইউরোপ ও ন্যাটোকে নতুন করে প্রেরণা দিয়েছে। পক্ষান্তরে রাশিয়া তাদের জ্বালানি রপ্তানির বিশাল বাজার হারিয়েছে।