আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার টেলিভিশন ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।
তাছাড়া ইউক্রেনে যুদ্ধ করতে আরও তিন লাখ সেনা জড়ো করার ডিক্রি জারি করেছেন তিনি।
পুতিনের এমন হুমকির পর এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠেছে বিশ্ব রাজনীতির মঞ্চ। ইউরোপের নেতারা রুশ প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হয়েছেন।
অবশেষে পুতিনের হুমকি নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। তিনি জার্মানির গণমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি না সে (পুতিন) পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। আমি মনে করি না বিশ্ব তাকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে।
জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টের এ ঘোষণার মাধ্যমে প্রমাণ হয় তিনি ইউক্রেনে রক্তের প্রবাহ তৈরি করতে চান- সঙ্গে তার সেনাদের রক্তও ঝড়াতে চান তিনি।
জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকির কারণে যেন তারা পিছিয়ে না যান বা ভয় না পান।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।