পুরুষদের চেয়ে নারীদের গড় আয়ু বেশি হয় কেন?এটা ঠিক যে নারীর গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। এর কারণ হলো যদি তা না হতো, তাহলে হয়তো পৃথিবীতে মানুষের টিকে থাকা কঠিন হতো। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা মানব প্রজাতির আদি যুগে ফিরে যাব।
সে সময় অনেক প্রতিকূল পরিবেশে বনজঙ্গলে বাঘ–ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হতো। শিশু জন্মের পর হয়তো শিশুর বাবা বা সেই জনগোষ্ঠীর মানুষেরা বন্য প্রাণীর আক্রমণে মারা পড়ত। এ অবস্থায় শিশুর যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এসে পড়ে মায়ের ওপর।
আসলে সেই আদি যুগে সব শিশুকে খাইয়ে–পরিয়ে বড় করার দায়িত্ব অবধারিতভাবে এসে পড়ত মায়ের ওপর। সুতরাং মায়ের আয়ু বেশি না হলে শিশুদের বেঁচে থাকা কঠিন হতো। একজন নারী অন্তত ৫০ বছর পর্যন্ত সন্তান ধারণ করতে পারেন। তাই এরপর মা যদি অন্তত আরও ২০ বছর না বাঁচেন, তাহলে তো ভবিষ্যৎ বংশধর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই মায়েদের আয়ু বাবাদের চেয়ে বা নারীর গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।
তবে মনে রাখতে হবে যে ব্যাপারটা এ রকম না যে শিশুর লালন–পালনের জন্য নারীর গড় আয়ু বেশি। বরং বিপরীত যুক্তি দিয়ে ব্যাপারটা বুঝতে হবে। আসলে নারীর গড় আয়ু বেশি বলেই মানব প্রজাতি সহজে টিকে থাকতে পেরেছে। এটা না হলে হয়তো আজকের মানবসভ্যতাও গড়ে উঠতে পরত না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।