পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে যা বললেন কৃতি

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘ক্রু’ দিয়ে বক্স অফিসে বেশ সফলতা পেয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। টাবু, কারিনা ও কৃতি অভিনীত ক্রু বক্স অফিসে হিট। সিনেমাটি ঘিরে আলোচনাও ছিল অনেক। ভারতীয় বক্স অফিসে প্রায় ৭৫ কোটি টাকা আয় করেছে ক্রু।

আর নারীকেন্দ্রিক এই সিনেমার সাফল্যে বেজায় খুশি কৃতি। এই সুযোগে কথা বললেন পুরুষ অভিনেতাদের সঙ্গে নারীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের পারিশ্রমিকের তফাৎ নিয়ে কথা বললেন কৃতি। প্রশ্ন তুললেন, কেন অভিনেতারা অভিনেত্রীদের তুলনায় অকারণে ১০ গুণ বেশি পারিশ্রমিক পান? ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে পারিশ্রমিকের এই বৈষম্য নিয়ে কৃতি স্যানন বলেন, ‘কোনও কারণ ছাড়াই বর্তমানে পারিশ্রমিকের বিস্তর ফারাক দেখা যাচ্ছে।

কখনও কখনও তো এমনটাও দেখা যায়, যে ব্যক্তি গত ১০ বছরে একটাও হিট দেয়নি সেও ১০ গুণ বেশি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।’

এর কারণ উল্লেখ করে কৃতি জানান, ‘প্রযোজকদের মতে পুরুষকেন্দ্রিক সিনেমা বেশি ভালো ব্যবসা করে নারীকেন্দ্রিক সিনেমার তুলনায়। আর সেখানেই সব ফারাক হয়ে যায় বলে আমার মত।’

উদাহরণ দিয়ে কৃতি জানান, প্রযোজকরা তাদের ‘ক্রু’ চলচ্চিত্রেও সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি ছিলেন না যতটা তারা তিনজন অভিনেতাদের নিয়ে চলচ্চিত্র বানালে করতেন।

অথচ এই সিনেমায় বলিউডের তিন সেরা অভিনেত্রী ছিলেন। কৃতির মতে সময় এগোলেও এটা কখনই বদলাচ্ছে না।
‘ক্রু’-এর সফলতায় বর্তমানে বেশ খোশমেজাজে রয়েছেন কৃতি, টাবু ও কারিনা। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর।

এতে গুরত্বপূর্ণ ভূমিকায় আরো অভিনয় করেছেন দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, কপিল শর্মা।

‘প্রতি সপ্তাহে আমার বিয়ে হচ্ছে’, হঠাৎ এ কথা কেন বললেন জাহ্নবী?