আমরা জানি, সব প্রাণীর মধ্যে স্ত্রী–প্রজাতি গর্ভধারণ করে। কিন্তু একমাত্র সামুদ্রিক সিহর্স কেন পুরুষ প্রজাতি গর্ভধারণ করে? ব্যতিক্রম হলো কেন?
পুরুষ সিহর্সের গর্ভধারণের বিষয়টি ব্যতিক্রম। এ নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। মজার ব্যাপার হলো, সাধারণ প্রাণীর মতোই স্ত্রী সিহর্স ডিম্বাণুদাতা এবং পুরুষ সিহর্স শুক্রাণুদাতা।
পুরুষ কেবল তার নিজের শরীরের বিশেষ থলের মধ্যে বাচ্চাদের ধারণ করে। আসলে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে এমনটি করে সিহর্স। পুরুষ সিহর্স একসঙ্গে ১ হাজার বাচ্চা জন্ম দিলেও এদের মধ্যে গড়ে মাত্র ৫টি বেঁচে থাকে। সিহর্স যাতে অল্প সময়ে বেশি শিশু জন্মদান করতে পারে, তাই পুরুষ গর্ভধারণের কাজটি করে থাকে।
এ সময়টা স্ত্রী সিহর্স নিজের দেহে নতুন করে ডিম্বাণু তৈরি করে ফেলে। পুরুষ সিহর্স একবার বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার গর্ভধারণ করে। স্ত্রী সিহর্স একই সঙ্গে গর্ভধারণ আর নতুন ডিম্বাণু উৎপাদন করতে পারত না। বাচ্চা জন্মানোর পর আবার অনেক সময় অপেক্ষা করতে হতো নতুন ডিম তৈরির জন্য। প্রজাতি রক্ষায় সন্তান জন্মদানের প্রক্রিয়াটি তাই ভাগাভাগি করে নেয় সিহর্স দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।