জুমবাংলা ডেস্ক : ভারতের ফারাক্কা বাঁধের বিকল্প হিসেবে আরেকটি বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। পুরোনো ভিডিও ব্যবহার করে সম্প্রতি যে দাবিটি করা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। ‘ফারাক্কা বাঁধের সঙ্গে আরেক ফারাক্কা বাঁধ উঠাইতেছে বাংলাদেশ’ দাবিতে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, আলোচিত ভিডিওটি বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণ সংক্রান্ত নয়। বরং, এটি অন্তত ২০২২ সাল থেকে বিভিন্ন দেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাধ্যমে অনলাইনে প্রচারিত হয়ে আসছে। এছাড়া, ফারাক্কার বিকল্প বাঁধ বাংলাদেশ অংশে নির্মাণের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও থেকে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে learningciviltechnology নামক ইনস্টাগ্রাম পেজে ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রচারিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওর সঙ্গে ক্লেইম ভিডিওর সঙ্গে হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, পানির মধ্যে কফারড্যাম তৈরির দৃশ্য, যেটি সাধারণত সেতু (ব্রিজ) তৈরির ক্ষেত্রে করা হয়ে থাকে।
এছাড়া, ২০২২ সালেও ফেসবুক ও টিকটকে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে একই ভিডিও প্রচার হতে দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, গেলো বছরের আগস্টে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে দেশের অন্তত ১০টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এ প্রেক্ষাপটে, বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণের দাবি ওঠে। তবে এখন পর্যন্ত বিশ্বস্ত কোনো সূত্রে এই বাঁধ নির্মাণের কোনো উদ্যোগের তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, পুরোনো ভিডিও ব্যবহার করে বাংলাদেশ ফারাক্কা বাঁধের বিকল্প হিসেবে আরেকটি বাঁধ নির্মাণ করছে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।