আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। আজ বুধবার ইরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আজকের হামলায় মার্কিন বাহিনীর অন্তত ৮০ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।
প্রায় ৩০ মিনিট ধরে চালানো হামলায় ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যার মধ্যে ১৭টি আল আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হানে এবং বাকি পাঁচটি উত্তরাঞ্চলীয় ইরবিলে আঘাত হেনেছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানা একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করতে পারেনি ট্রাম্পের বাহিনী। ইরানের রেভ্যুলেশনারি গার্ড বলছে, ইরাকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি মার্কিন সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও হেলিকপ্টার ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।