পুলিশের গাড়িতে ডাকাতি, ৭২ ঘণ্টা পর লুণ্ঠিত মালামালসহ আটক ৬

পুলিশ

জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসের ডাকাতির ঘটনায় ৭২ ঘণ্টা পর ৬ ডাকাতকে আটক করার পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার বলেন, গত ১২ অক্টোবর একটি অপহরণ মামলার ভুক্তভোগীকে ঢাকা থেকে বগুড়া নেয়ার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ডাকাতদলের কবলে পড়ে পুলিশের মাইক্রোবাসটি। এসময় পুলিশ সদস্যদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ, ওয়াকিটকি এমনকি পুলিশের পোশাকও ছিনিয়ে নেয় তারা। ডাকাতদের অতর্কিত হামলায় গাড়িতে বহনরত ভুক্তভোগীর বাবা এবং দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি ডাকাতি মামলা রুজু করা হয়।
পুলিশ
পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার সাথে জড়িত ডাকাত সরদার তুষারকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামালসহ আটক করা হয় বাকি ৫ জনকে।

পুলিশ সুপার আরও বলেন এই মহাসড়কে বিভিন্ন নামে আরও ৬টি ডাকাত দল ডাকাতি করে আসছে। মহাসড়কে এরই মধ্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের ভ্রাম্যমাণ টিম এ মহাসড়কে ২৪ ঘণ্টা টহলরত রয়েছে। আটককৃত ডাকতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আটকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার তুষার আহম্মেদ (২২), মালসাপাড়া মহল্লার আব্দুল লতিফ খান নিকি (২১) সয়াধানগড়া মহল্লার এনামুল হক আসিক (১৯) শিয়ালকোন ইউনিয়নের চকশিয়ালকোট গ্রামের সোহেল রানা (২৮) চন্ডিদাশ গাতী গ্রামের ওয়াজেদ আলী (৩৪) ও ভাসমান বাসস্থানের আব্দুল মোতাবেক (২৬)।

হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মিন্নির জামিন আবেদন