![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2020/09/%E0%A6%86%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE.jpg?resize=788%2C428&ssl=1)
জুমবাংলা ডেস্ক: পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।
জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে আরও মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ ইউনিটকে এ নির্দেশনা দেওয়া হয়। আইজিপি আজ দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।
‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলতে সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে’।
তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।