নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগরা পেয়ারা বাগান এলাকায় জামিনে ছাড়া পেয়ে দুই আসামি পুলিশের সোর্সের কবজি কেটে দিয়েছেন। শনিবার (৯ মার্চ) ওই যুবকের বাম হাতের বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগী মো. মাসুদ মিয়া (৩২) স্থানীয় বাসন সড়ক এলাকায় বসবাস করেন এবং পেশায় ব্যবসায়ী। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন। অভিযুক্ত সুমন মিয়া ও আসলাম হোসেন একই এলাকায় বসবাস করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বাসন ভোগরা পেয়ারা বাগান এলাকায় ভি অ্যান্ড আর গার্মেন্টসের গলি মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের ওপর বাম হাতের বিচ্ছিন্ন কবজি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে। খবের পেয়ে পুলিশ শনিবার সকাল ১০টার দিকে কবজিটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর তা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, পেয়ারাবাগান এলাকার ব্যবসায়ী মাসুদ বাসন থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। বাসন থানার একটি মামলার আসামি ছিল একই এলাকার সুমন মিয়া ও আসলাম হোসেন। বেশ কিছুদিন আগে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল হাজেতে পাঠায়। তাদের ধারণা মাসুদই পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার জামিনে আসামি সুমন ও আসলাম জেল থেকে বের হয়ে আসে। সেই ক্ষোভ থেকেই গত শুক্রবার দিবাগত রাতে তারা দুইজন পুলিশের সোর্স মাসুদকে ধরে হাতের কবজি কেটে দিয়ে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকার শুনে আশপোশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার শিন শিন হাসপাতালে ভর্তি করেছে।
বাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার বলেন, ব্যবসায়ী মাসুদ এখন পুলিশের সোর্স হিসেবে কাজ করে না। তবে শুনেছি আগে নাকি সে পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। কবজি কাটার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার জন্য অভিযান চলমান আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।