জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) যাত্রাবাড়ীর কোনাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইয়ামিন ভূঁইয়া, মো. ইব্রাহিম ও মাসুদ রানা। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আনোয়ার হোসেন একজন কলেজছাত্র। পড়ালেখার পাশাপাশি নারায়ণগঞ্জের কালীবাজারে সোনার ব্যবসা করে। সোমবার বিকালে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বংশাল তাঁতিবাজারে সোনা-রুপা কেনার জন্য রওনা হয়। পরে শনির আখড়া থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় রিকশায় যাত্রাবাড়ীর মৃধাবাড়ি স্ট্যান্ডে পৌঁছায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার পথরোধ করে। তাৎক্ষণিক সিএনজি থেকে তিন জন নেমে রিকশাচালককে মারধর করে আনোয়ারের মুখ কাপড় দিয়ে চেপে ধরে তুলে নিয়ে যায়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘ইয়ামিন পিস্তল দিয়ে আনোয়ারকে ভয় দেখিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা, মানিব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নেয়। সিএনজিটি মৃধাবাড়ি স্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোনাপাড়া বাসস্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এলে জ্যামে পড়ে। তখন আনোয়ারের মুখে থাকা কাপড় সরে যায়। পুলিশের টহল টিম দেখে চিৎকার করতে থাকেন আনোয়ার। টহল টিম সিএনজির কাছে এলে আনোয়ারকে রেখে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের গ্রেফতার করা হয়।’
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা এবং অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।