বিনোদন ডেস্ক: পরিচালক বিশ্বরূপ কর্মকার আকাশ (বিকে আকাশ) নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘বনগ্রাম’। এ নাটকে অভিনয় করছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসান। সম্প্রতি গাজীপুরের ভাদুনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আর সেখানেই তাকে স্কট দিয়ে নিয়ে যায় পুলিশ।
শুটিংয়ের ফাঁকে রকিবুল হাসান বলেন, ‘আকাশ সম্পর্কে আমার ছোট ভাই। ও যখন আমাকে বনগ্রাম নাটকের গল্প শোনায় এবং তাতে অভিনয়ের প্রস্তাব দেয়; তখন আর না করতে পারিনি। তা ছাড়া গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। নাটকটি আমার চরিত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে। তাই কোনো কিছু না ভেবে কাজটি করতে রাজি হয়ে যাই। আপনারা সময় নিয়ে নাটকটি দেখতে পারেন।’
‘বনগ্রাম’ নাটকের গল্প সম্পূর্ণ কাল্পনিক। এটি দেশের অন্য দশটা গ্রামের মতোই একটা গ্রাম। তবে এই গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা স্বাভাবিক নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরা অনেক এগিয়ে গেছে; যেকোনো অন্যায়কে তারা মোকাবেলা করতে ভয় পায় না। বিপদে ভয় না পেয়ে, সবাই মিলে কীভাবে প্রতিবাদ করা যায় এই গ্রামের মেয়েরা তা দেখিয়েছে।
নাটকটিতে রকিবুল হাসানকে পেয়ে খুশি পরিচালক বিকে আকাশ। তিনি বলেন, ‘রকিবুল হাসান ভাইকে বনগ্রাম নাটকে পেয়ে অনেক ভালো লাগছে। ধারাবাহিক নাটক বনগ্রামের মাধ্যমে তার ক্রিকেট ভক্তরাও নতুন করে ওনার সম্পর্কে জানতে পারবেন।’
পরিচালকের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন আল-আমিন স্বপন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন-আরফান আহমেদ, সাব্বির আহমেদ, আকাশ, শিশির আহমেদ, সাদমান, হুমায়রা হিমু, সঞ্চিতা দত্ত, সঞ্জীব আহমেদ, আনোয়ার, শেখ রিফাত, ডা. আমিন, এস.আই শহীদ, মৌমিতা, রূপান্তর প্রমুখ। সময়ের সঙ্গে নাটকটিতে আরো জনপ্রিয় বেশ কজন শিল্পী যুক্ত হবেন বলে জানিয়েছেন নির্মাতা।
প্রযোজনা প্রতিষ্ঠান ঘাসফুল টেলিফিল্মের ব্যানারে নির্মিত নাটকটি একুশে টেলিভিশনে প্রতি শনি, রবি, সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে। এছাড়াও ইউটিউব চ্যানেল ও ঘাসফুল ড্রামার ফেসবুক পেজে প্রচার হচ্ছে এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।