জুমবাংলা ডেস্ক: অমর একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীর কাছে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা। এ ঘটনায় ভুক্তভোগীরা শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন।
সূত্র জানায়, চাঁদপুর থেকে মেলায় আসা দর্শনার্থীকে আটক করে পুলিশ পরিচয়ে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা। এ সময় দর্শনার্থীর কাছে মাদক রয়েছে—এমন অভিযোগে তাদের শরীর তল্লাশি করে তারা। কিন্তু তল্লাশির পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় চাঁদপুরে ফেরার জন্য দর্শনার্থীর কাছে আর কোনো টাকা নেই বললে ছিনতাইকারীরা ৬০০ টাকা ফেরত দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, এই ছিনতাইকারীদের হাতেনাতে আটক করা হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে একটি বাইক জব্দ করেছি। ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগপত্র দাখিল করায় আমরা তাদের পুলিশ হেফাজতে রেখেছি। তাদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।