জুমবাংলা ডেস্ক : বিএনপির গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার প্রয়োজনে আগামীকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন। আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় আইজিপির কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
পুলিশ প্রধানের সাথে বৈঠকে বসছে বিএনপি
বিএনপির প্রতিনিধি দলে থাকবেন, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার; স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।
এর আগে, গতকাল সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছিল বিএনপি।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool