বিনোদন ডেস্ক : মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে আল্লু আর্জুন অভিনীত তেলেগু সিনেমা পুষ্পা দ্য রাইজ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই এখন পুষ্পা ম্যাজিক। সকল সিনেমাপ্রেমীর মুখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ছবির ডায়লগ “পুষ্পা ঝুঁকেগা নেহি শালা”।
আট থেকে আশি এখন মত্ত ছবির গান বা ডায়লগে রিল ভিডিও বানাতে। এবার পুষ্পার ম্যাজিক ছড়ালো বিয়ে বাড়িতেও। বরের মধ্যে উঠলো পুষ্প ফিভার আর যা দেখে অবাক হয়ে গেলেন উপস্থিত আত্মীয় স্বজনরা। পুষ্পার সংলাপ এতটাই ঝড় তুলেছে যে এই সংলাপ আউড়েই কনের হাত থেকে মালা পরতে অস্বীকার করে দিল ওই বরবাবাজী।
ভাইরাল এই বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা যাচ্ছে লেহেঙ্গা ও শেরওয়ানি তে সুন্দর করে সেজে মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন কনে ও বর। চলছে মালাবদল..কনেবউ সকলের সামনে হবু স্বামীর গলায় মালা পরিয়ে দেওয়ার চেষ্টা করতেই তা পরতে অস্বীকার করেন বরবাবাজী। বিয়ের মন্ডপের মালাবদলের সময় বর কিছুতেই মাথা নত করতে রাজি নয়। কারন! ওই যে সিনেমায় মাথা নত করতে নিষেধ রয়েছে। তাইতো সিনেমার আল্লু আর্জুনের সংলাপের ভঙ্গিতেই বর বলে উঠলেন “ম্যায় ঝুঁকেগা নেহি শালা”।
বিয়ের মন্ডপে এমন ডায়লগ দিয়ে তুমুল ভাইরাল এই বর। তার কান্ড দেখে ততক্ষণে হতবাক কনে সহ সেখানে উপস্থিত আমন্ত্রিতরা। এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।