কো ভিড পরিস্থিতির মধ্যে যখন অন্যান্য সিনেমার অবস্থা খুবই শোচনীয়, সেখানে ‘পুষ্পা: দ্য রাইজ’ চুটিয়ে ব্যবসা করছে।
ভারতের দক্ষিণী জুটি আল্লু অর্জুন-রাশমিকা মানদানার পুষ্পা মুক্তির এক মাস না গড়াতেই বিশ্বজুড়ে আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি।
ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস ম হামারীর মধ্যে সিনেমার প্রাথমিক এই আয়কে দুর্দান্ত বলছে। তেলেগু ভাষার অ্যাকশন থ্রিলার ‘পুষ্পা: দ্য রাইজ’ ১৭ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পায় ।
যদিও‘দর্শকদের আপত্তিতে’ আল্লু অর্জুন-রাশমিকার সিনেমার কিছু অংশ কর্তন করা হয়েছে। দক্ষিণ ভারত সহ ভারতের অন্যান্য রাজ্যেও সিনেমাটির বেশ সাড়া ফেলেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এখন পর্যন্ত হিন্দি সংস্করণটি প্রায় ৫৭ কোটি রুপি আয় করেছে।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছেন, ‘পুষ্পা: দ্য রাইজ’র হিন্দি সংস্করণ ৭৫ কোটি রুপি সংগ্রহ করতে চলেছে।
হিন্দি ভাষাভাষী অঞ্চলে সাড়া দেখে অভিনেতা আল্লু অর্জুন উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “সত্যি কথা বলতে আমরা এতটা আশা করিনি। আমরা হিন্দিতে ছবিটি মুক্তি দিয়েছি এটি সফল হয় কি না দেখার জন্য। এটি অনেক ভালো সাড়া পেয়েছে। আমার মনে হয়, সর্বভারতীয় দর্শকরা বহু ধারার ফরম্যাটের ছবি মিস করে। সুতরাং, এই ফরম্যাটটিই আমাদের সাফল্যের ফল এবং এটিকেই আমি ভারতীয় সিনেমা বলি।”
‘পুষ্পা: দ্য রাইজ’ ভারতীয় অনেকগুলো ভাষায় মুক্তি পেয়েছে, তার মধ্যে তেলেগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায়। ছবিটি নতুন সিকুয়ালে আসবে বলে জানা গেছে। ‘পুষ্প: দ্য রুল’ শিরোনামের সিক্যুয়েল নিয়ে ফিরবে ছবিটি। তবে চলচ্চিত্র নির্মাতা এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।