আন্তর্জাতিক ডেস্ক : পুষ্পা : দ্য রাইজ সিনেমায় ‘ম্যায় ঝুঁকেগা নেহি’ আল্লু অর্জুনের এই ডায়ালগ ভারতসহ বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে। এ ছাড়া এই সিনেমার গান এবং বেশ কিছু ডায়ালগ বেশ জনপ্রিয়তা পেয়েছে। সিনেমায় লাল চন্দন (কাঠ) পাচার করতে দেখা গেছে আল্লু অর্জুনকে। তবে এবার পুষ্পার আদলে ফেনসিডিল পাচার করতে গিয়ে হাফিউর রহমান নামে এক ব্যক্তি পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বেশ কিছুদিন ধরেই ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাবাজারে মাদক পাচারের কারবার চলছিল। খবর পেয়ে শনিবার (১৯ মার্চ) সকালে চারটি থানায় পাঁচটি পৃথক দল গঠন করে জেলা পুলিশ। এর মধ্যে সিউড়ি থানার দুটি, সদাইপুর, দুবরাজপুর ও মহম্মদবাজার থানার একটি দল। বীরভূম জেলার ৬০ নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই অভিযান চালায় পুলিশ।
নির্দিষ্ট কোনো গাড়ির নম্বরের তথ্য না থাকলেও আলুর গাড়িতে মাদক পাচার হচ্ছে এমন তথ্য ছিল। সেই মতো সিউড়ি থানার পুলিশ তিলপাড়া সেতুর কাছে পিকআপভ্যানটিকে আটকায়। তল্লাশি চালিয়ে আলুর বস্তার নিচ থেকে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করে। সেখানে ৫ হাজার বোতল ফেনসিডিল ছিল।
ওই পিকআপে দুজন ছিল। একজন পালিয়েছে। চালক হাফিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে এ মাদক যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার হয়ে মাদক বাংলার বাজারে আসছিল।
উল্লেখ্য, পুষ্পা ছবিতে বুদ্ধির জোরে মজুর থেকে মাফিয়া হয়ে উঠতে দেখা গেছে আল্লু অর্জুনকে। কখনো কোটি কোটি টাকার কাঠ নদীতে ভাসিয়ে, কখনো আবার বিভিন্ন কায়দা করে পুলিশের হাত থেকে বেঁচেছিল ছবির নায়ক পুষ্পা। অন্যরা ফল কিংবা ফুলের আড়ালে কাঠ পাচার করত। ফলে তারা সহজেই ধরা পড়ে যেত। কিন্তু পুষ্পা প্রথমে ট্রাকে চন্দন কাঠ বোঝাই করে, তারপর তার ওপর দুধের ক্যান চাপিয়ে তা আড়াল করে দিত। সূত্র: সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।