জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর পুলিশ লাইনসের আট পুলিশ সদস্য ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ জেলায় নতুন করে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৪৭ জন।
রবিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ এ তথ্য জানান ।
তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর পুলিশ লাইনসের আট পুলিশ সদস্য ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসারসহ ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুলিশ লাইনসের আট পুলিশ সদস্য, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার, সদর পৌরসভায় নয়জন, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে দুইজন, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে ছয়জন, মুলনা ইউনিয়নে দুইজন, বিলাসপুর ইউনিয়নে একজন, জাজিরা পৌরসভা একজন, ভেদরগঞ্জ সখিপুর ইউনিয়নে পাঁচজন, ভেদরগঞ্জ পৌরসভা চারজন, ডামুড্যা পৌরসভায় তিনজন, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে একজন, শিধুলকুড়া ইউনিয়নে একজন, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে তিনজন, ভোজেশ্বর ইউনিয়নে একজন, গোসাইরহাট ইদিলপুর একজন, নাগেরপাড়া ইউনিয়নে একজন ও আলাওলপুর ইউনিয়নে একজন ।
তিনি জানান, জেলায় মোট ২৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ১০৯ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৮৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন চারজন।
বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন চারজন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন। জেলায় নতুন করোনা আক্রান্ত ৪৩ জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।