জুমবাংলা ডেস্ক : বন্দরনগরী চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর জে এম সেন হল পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. লিয়াকত আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে মামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ জানান, মামলার অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরের জেএম সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশন করেছেন একদল তরুণ। অভিযোগ উঠে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যরা এটি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ওই সংগঠনটিকে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।