বিনোদন ডেস্ক : এই সময়ের অভিনেত্রী হিসেবে দুর্দান্ত কাজ করে চলেছেন পূজা চেরি। কিছুটা বিরতি নিয়েই কাজ করেন তিনি। পূজা চেরির ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে গত শনিবার (২১ ডিসেম্বর)। সেই গানের নাচ দেখে মন্তব্য করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
প্রকাশিত নতুন গানটি ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের। যেটিতে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি অন্তর্জালে প্রকাশের পরই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে শোবিজের সবাই জানেন, পূজা চেরিকে ছোট বোন বলে থাকেন ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনিও দেখেছেন পূজার গানের ভিডিওটি। যা নিয়ে প্রশংসা বার্তাও দিয়েছেন নেটদুনিয়ায়।
‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’ সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে।’
প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানের সুর করেছেন আকাশ সেন। এতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকে। জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করেছেন পূজা চেরি। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয়। সবশেষ তারা কাজ করেন ‘দহন’ সিনেমায়।
নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel