পূজো দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন পরিণীতি

পরিণীতির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু!

বিনোদন ডেস্ক : ঢাকঢোল পিটিয়ে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সাথে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি  চোপড়া। এবার সাতপাকে বাঁধা পড়ার পালা আলোচিত এই জুটির।

পরিণীতির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু!

পরিণীতি আগেই জানিয়েছিলেন, সেপ্টেম্বরের ২৫ তারিখ গাটঁছড়া বাঁধতে চলেছেন দুজনে। এবার তাদের বিয়েকে সামনে রেখে পূজোর মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিকতা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা শনিবার (২৬ আগস্ট) ভারতের মধ্যপ্রদেশের উজ্জাইনের মহাকালেশ্বর মন্দিরে একসঙ্গে পূজা দেন।

এই সময় পরিণীতি পরেন গোলাপি শাড়ি আর রাঘব হলুদ ধুতি ও কাঁধে লাল দোপাট্টা নিয়েছিলেন।

এর আগে গেল মার্চ মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দুইজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপর থেকেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা।

পরবর্তীতে আংটি বদল করেন পরিণীতি ও রাঘব। সেখানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও এই জুটির ঘনিষ্ঠ বন্ধু এবং তারকারা উপস্থিত ছিলেন।