গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের হাড়িবাড়ীটেক এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পূবাইল সাব জোনাল অফিসে কর্মরত শাহজালাল (৩৮) নামে একজন লাইনম্যান বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় পূবাইল হাড়িবাড়ীটেক এলাকায় নতুন মিটার সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
নিহত শাহজালাল বরগুনা জেলার আমতলী থানার কেওয়া বুনিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
পূবাইল সাব জোনাল অফিসের এজিএম লাবিবুর বাশার জানান পূবাইল এলাকায় বৈদ্যুৎতিক (নতুন সংযোগ) লাইনের কাজ শেষ করে নামার সময় পিলারে থাকা ডিসের তারে বেঁধে যায় এবং বিদ্যুৎতায়িত হয়ে মারাত্মক আহত হলে সাথে থাকা সহকর্মী ও এলাকার লোকজন উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন এরিয়ার পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।