আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, পৃথিবীজুড়ে নভেল করোনাভাইরাসের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
জেনেভায় ডব্লিউএইচও’র প্রধান কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গত সোমবার গেব্রিয়াসুস বলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো আক্রান্তের ঝুঁকিতে থাকায় আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই।
সংস্থার পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি জানান, গত রবিবার একদিনে সবচেয়ে বেশি মানুষ (১ লাখ ৩৬ হাজার) আক্রান্ত হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, কভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে ৪ লাখ ৮ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭১ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৫৫৪ জন।
গেব্রিয়াসুস জানান, এর মধ্যে ৭৫ শতাংশ ভুক্তভোগী ১০ দেশের, যার অধিকাংশ আমেরিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের।
‘মহামারী ৬ মাসের বেশি সময় পার হয়েছে, এখনই কোনো দেশের পথচলা শুরু করা উচিত নয়। ইউরোপে পরিস্থিতির উন্নতি হলেও বিশ্বজুড়ে অবস্থা খারাপ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।