বিশিষ্ট টিকা বিশেষজ্ঞ ড. তাজুল ইসলামের প্রদত্ত তথ্য অনুযায়ী, গবেষকদের ধারণা, বর্তমানে পৃথিবীতে ১০ ননিলিয়ন–সংখ্যক (১–এর পর ৩০টি শূন্য) ভাইরাস রয়েছে। এত বিশালসংখ্যক ভাইরাস যদি একটির পর একটি করে এক সুতায় গাঁথা হয়, তাহলে ১০০ আলোকবর্ষ (এক আলোকবর্ষ = ৬ ট্রিলিয়ন মাইল বা ৬ লাখ কোটি মাইল) পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে।
এই দূরত্ব যে কী বিশাল, তা ধারণা করাও কঠিন।পৃথিবী থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি ক্যানিস মেজর ডোয়ার্ফের দূরত্বের চার গুণ! তবে সৌভাগ্যের কথা যে এত ভাইরাসের মধ্যে প্রায় ২০০ ধরনের বিভিন্ন ধরনের ভাইরাস মানবদেহে সংক্রমণ ঘটায়।
১৯৭৭ সালে গবেষকেরা প্রথম একটি ভাইরাল জিনোম সিকোয়েন্সিং বের করেন। ২০২১ সাল পর্যন্ত ১১ হাজার ৪৬৫টি ভাইরাল জিনোম সিকোয়েন্সিং বের করা হয়েছে। ভাইরাসে ভরা এই পৃথিবীতে মানুষ কত বড় বিপদের মধ্যেও বেঁচে আছে, সেটা ভাবলে অবাক হতে হয়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।