Views: 99

বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবীর বাইরে প্রথম হেলিকপ্টার উড়াতে যাচ্ছে নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে পৃথিবীর বাইরেও কোনো গ্রহে উড়তে যাচ্ছে হেলিকপ্টার। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মঙ্গল গ্রহে সোমবার হেলিকপ্টার ইনজেনুইটিকে আকাশে উড়ানো হবে। এরইমধ্যে নাসার ইউটিউব চ্যানেলে পুরো বিষয়টির এনিমেশন প্রচার করা হয়েছে। বিবিসি একে ঐতিহাসিক এক মুহূর্ত বলে আখ্যায়িত করেছে। এটি আকাশে ওড়ার পর পৃথিবীতে কয়েক ঘন্টা পর তার তথ্য নিশ্চিত হওয়া যাবে। তবে এটি সরাসরি প্রচার করবে নাসা।

মঙ্গলে হেলিকপ্টার ওড়ানোর বিষয়টি গত ১১ এপ্রিলই হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে কিছু বিঘœ ঘটায় সময় পিছিয়ে দেয়া হয়। এর আগেও ইনজেনুইটি বেশ কয়েকটি পরীক্ষায় সফল হয়েছে।

এটি মঙ্গলের জেজেরো ক্রেটার খাদে অভিযান চালায়। আকারে এটি বেশ ছোট। উচ্চতা ১৯ ইঞ্চি মাত্র। এটিকে আলাদা করে গত ১৮ ফেব্রæয়ারি মঙ্গলে পাঠানো হয়। এটি এখন পারসিভারেন্স রোভারের উপরে রয়েছে। এর সঙ্গে উপর থেকে ছবি নেয়ার জন্য একটি ক্যামেরা আছে। সোলারের মাধ্যমে এর চার্জ হয়। নাসা জানিয়েছে, এটি প্রায় ৪০ সেকেন্ড আকাশে থাকবে। সর্বোচ্চ ১০ ফুট উচ্চতায় উড়বে বলে ধারণা করা হচ্ছে।

Share:আরও পড়ুন

ভারতকে ১১০ কোটি রুপি অনুদান দিলো টুইটার

azad

দ্রুত ঘুরছে পৃথিবী, আতঙ্কে বিজ্ঞানীরা

globalgeek

বন্ধ হচ্ছে গুগল ফটোসের বিনামূল্যের সেবা

Mohammad Al Amin

যে অ্যাপসগুলো কখনই মোবাইলে রাখবেন না

Shamim Reza

টুইটার আনছে রিভিউ অপশন

Shamim Reza

মহাকাশে ঘুরছে দুইশ ‘টাইম বোমা’, যেকোনো সময় ঘটতে পারে ভয়ংকর ঘটনা

Saiful Islam