পৃথিবীর বিস্ময় নামিবিয়ার মৃত জঙ্গল ‘ক্যামেল থ্রন ফরেস্ট’

পৃথিবীর বিস্ময় নামিবিয়ার মৃত জঙ্গল ‘ক্যামেল থ্রন ফরেস্ট’

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর চারিদিকে এমন কিছু প্রাকৃতিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা আজও মানুষকে অবাক করে তোলে। আফ্রিকা মহাদেশের মোর এলাকায় এমন এক উদ্ভিদের জঙ্গলের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব যা সত্যিই বেশ বিস্ময়কর।

পৃথিবীর বিস্ময় নামিবিয়ার মৃত জঙ্গল ‘ক্যামেল থ্রন ফরেস্ট’

ক্যামেল থ্রন ফরেস্ট, নামিবিয়া:
আফ্রিকার দেশ নামিবিয়ার মরু এলাকায় অবস্থিত ক্যামেল থ্রন নামক এই মৃত গাছের জঙ্গলটি দেখলে বিভিন্ন সিনেমার ভুতুড়ে জঙ্গলের কথা মনে পড়ে যায়। মৃত এই ক্যামেল থ্রন প্রজাতির গাছগুলোর জন্ম হয়েছিল প্রায় ৯০০ বছর আগে।

আনুমানিক এক হাজার বছর আগে এই এলাকায় অতিবৃষ্টির কারণে বন্যা হয়। তখন এখানে জলবদ্ধতার সুযোগে এই ক্যামেল থ্রন গাছগুলোর জন্ম হয়েছিল। কিন্তু ১০০ বছরের মধ্যে এই অঞ্চলের জলবায়ু পরিবর্তনের কারণে এই এলাকা আবারো মরুভূমিতে পরিণত হয়। ফলে গাছগুলো মরে যায়। গাছগুলি মারা গেলেও তার কাণ্ডগুলি একইভাবে দাঁড়িয়ে থাকে। এরপর থেকে এই ভুতুড়ে জঙ্গলটি এখানেই এভাবে দাঁড়িয়ে আছে।

২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন নেপালি শেরপা