এটি সত্য যে, পৃথিবীর আহ্নিক গতির মতো সূর্যেরও একধরনের আহ্নিক গতি আছে, অর্থাৎ সে–ও নিজ অক্ষরেখার চারপাশে ঘোরে। অবশ্য এই ঘূর্ণন ঠিক পৃথিবীর আহ্নিক গতির মতো নয়। পৃথিবী তার ভেতরের তরল পদার্থ আর বাইরের বায়ুমণ্ডল নিয়ে অনেকটা কঠিন পদার্থের মতো ঘুরপাক খায়।
কিন্তু সূর্যের ভেতরে সে রকম কঠিন পদার্থ নেই। কিছুটা ঘনীভূত হয়ে সৃষ্ট গ্যাসীয় মেঘের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ ব্যবহার করে সূর্য নিজ অক্ষরেখার চারপাশে ঘুরতে থাকে। পৃথিবী নিজ অক্ষরেখার চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় ২৪ ঘণ্টা বা এক দিন।
অন্যদিকে প্রায় ২৭ দিনে সূর্য তার নিজ অক্ষরেখার চারপাশে একবার ঘুরে আসে। নির্দিষ্ট কয়েকটি সৌর–কলঙ্কের গতিবিধি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা সূর্যের নিজ অক্ষরেখার চারপাশে ঘূর্ণনপ্রক্রিয়া হিসাব করে বের করেন।
শুধু তা–ই নয়, সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিকেও প্রদক্ষিণ করে। নিজ গ্যালাক্সির চারপাশ একবার ঘুরে আসতে তার সময় লাগে প্রায় ২২৬ মিলিয়ন বা সাড়ে ২২ কোটি বছর। আর আমরা তো জানিই, সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় এক বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।