২-৩-৫–সহ যেসব সংখ্যা ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। আর তাই মৌলিক সংখ্যা নিয়ে বিজ্ঞানী ও গণিতবিদদের মধ্যে অনেক আগ্রহ আছে। এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় মৌলিক সংখ্যা বের করতে একটি ক্লাউড সুপার কম্পিউটারের সময় লাগে প্রায় এক বছর। গত মাসে শৌখিন গণিতবিদ ও প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক কর্মী লুক ডুরান্ট ক্লাউড কম্পিউটারের মাধ্যমে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা আবিষ্কার করেছেন। সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি হলো ‘২১৩৬, ২৭৯, ৮৪১-১’, যা এম১৩৬২৭৯৮৪১ নামে পরিচিত।
লুক ডুরান্টের আবিষ্কার করা মৌলিক সংখ্যাটি মূলত একটি মার্সেন প্রাইম ধরনের সংখ্যা। ৫২তম মারসেন সংখ্যা। যেসব মৌলিক সংখ্যাকে ‘২পি-১’ হিসাবে প্রকাশ করা যায়, তাদের মার্সেন মৌলিক সংখ্যা বলে। গত ছয় বছরের মধ্যে প্রথম কোনো মার্সেন প্রাইমের দেখা মিলল।
তাত্ত্বিকভাবে বলা হয়, অসীম সংখ্যার মতোই অসীম মৌলিক সংখ্যা রয়েছে। যদিও সবচেয়ে বড় কোন সংখ্যা মৌলিক, তা বের করা বেশ কঠিন হয়ে পড়ছে। সারা বিশ্বের পেশাদার ও শৌখিন গণিতবিদেরা বড় মৌলিক সংখ্যা বের করার জন্য নানাভাবে চেষ্টা করছেন। লুক ডুরান্টের আবিষ্কার করা সংখ্যাটি প্রায় চার কোটি সংখ্যা নিয়ে গঠিত, যা আগে সন্ধান পাওয়া সবচেয়ে বড় মৌলিক সংখ্যা থেকে ১ কোটি ৬০ লাখ সংখ্যার বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।