বিনোদন ডেস্ক : জুলাই মাসে মুক্তি পাবে মার্গট রবি অভিনীত চলচ্চিত্র ‘বারবি’। সামাজিক যোগাযোগমাধ্যমও মেতে আছে এই ছবি নিয়ে। ছবির ট্রেলার নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে গোলাপি রঙের আধিক্য চোখে পড়ার মতো। নির্মাতা জানালেন বারবির এই গোলাপি দুনিয়া তৈরি করতে গিয়ে বাজারের সব গোলাপি রঙই শেষ হয়ে গিয়েছিল।
ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘ড্রিমহাউজের মতো করে তৈরি করতে চেয়েছি। সিড়ির কী প্রয়োজন যদি স্লাইড করে পুলে নামা যায়? সিঁড়ি বেয়ে উঠারই বা কী প্রয়োজন যদি নিজের পোশাকের রঙের লিফট থাকে? আমরা আরেকটি দুনিয়া বারবি ল্যান্ড তৈরি করতে চেয়েছি…শিশুতোষ ভাব নিয়ে আসার জন্য ঝামেলাও কম হয়নি। খুব উজ্জ্বল গোলাপি রঙ লেগেছে। সবকিছুতেই অনেক বেশি পরিমাণে। পৃথিবীর সব গোলাপি রঙ ফুরিয়ে গিয়েছিল।’
‘বারবি’ সিনেমার ট্রেলারে দেখা যায়, বারবি মার্গট রবি হঠাৎ বুঝতে পারেন তিনি হিল জুতা ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যান তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।
মার্গট রবি ও রায়ান গসলিং ছাড়াও এই ছবিতে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং হলিউড তারকা ইসা রে। ২১ জুলাই মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।