এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। যেমন ১০ তারিখে অমাবস্যা দেখা যাবে। পাশাপাশি মার্চ মাসের ২৫ তারিখে পূর্ণিমার মত ঘটনা ঘটতে চলেছে। এ মাসে আরো কিছু মহাজগতিক ঘটনা ঘটলেও এ দুটি সবথেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আজকের আর্টিকেলে এ সকল মহাজাগতিক ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।
২০ মার্চের দিকে সূর্য বিষব রেখার কাছাকাছি চলে আসবে। এজন্য ঐ দিন সারা বিশ্বে দিন ও রাত প্রায় সমান থাকবে। এবার আসা যাক ২১শে মার্চ যেসব ঘটনা ঘটতে চলেছে। এ দিন শুক্র ও শনি গ্রহ একে অপরের খুব কাছাকাছি চলে আসবে।
এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। কারণ মার্চ মাসের ২৫ তারিখে প্রথম চন্দ্রগ্রহণ এর ঘটনা ঘটতে চলেছে। এ ঘটনাকে পেনাম্ব্রাল লুনার ইক্লিপ্সও বলা যেতে পারে। এ সময় চাঁদ সামান্য অন্ধকার হয়ে যাবে।
উত্তর আমেরিকা, মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে এ চন্দ্রগ্রহণ সবথেকে ভালো দেখা যাবে। অর্থাৎ ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশ থেকে চন্দ্রগ্রহণ ভালোভাবে দেখতে পারার তেমন সম্ভাবনা নেই। আপনি যদি উত্তর আমেরিকা, মেক্সিকো, মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকার কোন স্থানে অবস্থান করে থাকেন তাহলে এই ঘটনা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।