জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০-১২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকায়। একটু ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে।
অন্যদিকে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩৪-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।
শনিবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গোলাম মোস্তফা স্বাধীন বলেন, বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও পেঁয়াজের দাম কমেছে। এটি আমাদের সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি। তবে চাল, ডাল, তেল, মসলা বাজারে কোনোভাবেই দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। এ বিষয়টি নিয়ে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান সাধারণ ভোক্তারা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, আমদানি বেশি হওয়ার কারণে হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। তবে বন্দরের থেকে হিলি বাজারের পেঁয়াজের দাম কম। অতিরিক্ত গরমের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। আমরা লোকসানের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। বর্তমানে ১৬-২০ টাকার মধ্যেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার ভারতীয় ৩২ ট্রাকে ৯১২ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।