জুমবাংলা ডেস্ক : চাহিদার তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় আরেকদফা কমেছে দাম। দাম কমে প্রতিকেজি পেঁয়াজ ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দুদিন আগেও প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ ২৫ থেকে ৩২টাকা দরে বিক্রি হয়। এদিকে দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ সাধারণ ক্রেতারা।
বন্দরের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বাজারে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। এতে দামে ঊর্ধ্বমুখী ভাব দেখা দিয়েছিল। তবে ভারত থেকে সরবরাহ বাড়ায় দাম কমেছে। শুধু হিলি স্থলবন্দর নয় দেশের সবগুলো বন্দর দিয়ে একইহারে পেঁয়াজ আসছে। এছাড়া দেশীয় পেঁয়াজের সররবাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে। এ কারণে আগে যে দেশীয় পেঁয়াজ ৪০ টাকার উপরে বিক্রি হযেছে, তা এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানির ধারা অব্যাহত থাকলে রমজানে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, প্রতিদিনই হিলি দিয়ে আগের তুলনায় পেঁয়াজের আমদানি বাড়ছে। আগে যেখানে বন্দর দিয়ে ২০-২৫ ট্রাক করে পেঁয়াজ এসেছে, সেখানে এখন ৩০-৩৫ ট্রাক করে আসছে। কোনও দিন তা বেড়ে ৪০ ট্রাকেও দাঁড়াচ্ছে। শনিবার বন্দর দিয়ে ৩৩ ট্রাকে ৯৩৪ টন পেঁয়াজ এসেছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।