Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পেট্রোল পাম্প ব্যবসার লাইসেন্স পাবেন যেভাবে
    ব্যবসা আডিয়া

    পেট্রোল পাম্প ব্যবসার লাইসেন্স পাবেন যেভাবে

    June 8, 20225 Mins Read

    জুমবাংলা ডেস্ক : খনিজ তেল বা পেট্রোলিয়াম বর্তমানে মানব সভ্যতার উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনার চলাচলের পথ, থেকে শাকসবজি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের পরিবহনের ক্ষেত্রে রেলপথের ভূমিকা যেমন আছে, তার চেয়ে বেশি আছে সড়ক পথের অংশগ্রহণ।

    আর সড়ক পথে এই কাজ যেসব যানবাহনের মাধ্যমে হয় তাদের গতিশীল থাকার জন্য যা কিছু সবচাইতে প্রথমেই দরকার তা হল পেট্রোল বা ডিজেল। বর্তমানে মানুষ তার স্বাচ্ছন্দ্যের জন্য যথেচ্ছ ভাবে এই বর্তমান সভ্যতার প্রাণ দায়ক তরলকে ব্যবহার করছে,আর সীমিত পরিমানে পৃথিবীতে এর সঞ্চয় থাকার ফলে দামের ক্ষেত্রে সবসময় নতুন রেকর্ড স্পর্শ করছে।

    বর্তমানে ২০১৬ সালের হিসাব অনুযায়ী ৬০,০০০এর মতো পেট্রোল পাম্প আছে সারা ভারত জুড়ে, যার মধ্যে ২৫,০০০ এর মতো ইন্ডিয়ান অয়েল করপোরেশন বা IOC এর আর ১৩,০০০ এর মতো করে আছে ভারত পেট্রোলিয়াম( BP) এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের( HP)। বর্তমানে ভারত মাত্র ২০% অপরিশোধিত তেল উৎপাদন করতে পারে আমাদের প্রয়োজনের।

    বাকি তেলের বেসিরভাগটাই আসে ইরাক থেকে। ২০১৭-১৮ অর্থবর্ষে ভারত ২৫.৮মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে ইরাক থেকে। যদিও বিদেশ থেকে আমদানি করতে হয়, তবুও দেশের বাজারে সবচাইতে বেশি কর উপার্জন করতে সাহায্য করে এই খনিজ তেল বর্তমানের পরিপ্রেক্ষিতে সরকারের ডিজেল বা পেট্রোল বিক্রি করে ১০০% মুনাফা হচ্ছে।

    আর তাই সবার একটাই লক্ষ্য, যদি একবার পেট্রোল পাম্পের মালিক হতে পেরেছি তাহলে আমার ধন সম্পত্তিকে পাল্লা দেবে কে? আর তাই আজকের প্রতিবেদনে আপনাদের মনের কথা জেনেই খুজতে চেষ্টা করেছি ,কীভাবে আপনার আমার মতো মানুষ পেট্রোল পাম্পের মালিক হতে পারবে?

    পেট্রোল পাম্পের মালিক হওয়ার জন্য যা যা অবশ্যই প্রয়োজনীয় তা হল: পেট্রোল পাম্প মালিক হওয়ার জন্য আবেদনকারীকে তা সে পুরুষ বা মহিলা যেই হোক না কেন, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যারা জন্ম সূত্রে ভারতীয় কিন্তু বর্তমানে বিদেশে থাকেন অর্থাৎ প্রবাসী ভারতীয়রাও আবেদন করতে পারেন, কিন্তু তাদের ভারতে ১৮০ থাকার প্রমানপত্র জমা দিতে হবে।

    সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের সীমা ২১ বছর থেকে ৫৫ বছর। তবে স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রে বয়সের কিছু ছাড় আছে।
    বয়সের সঠিক প্রমাণপত্র হিসাবে আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণীর সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। গ্রামীণ অঞ্চলে একজন পেট্রোল পাম্প মালিক হওয়ার জন্য সাধারণ ক্যাটাগরির লোকেদের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং SC বা ST বা OBC দের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

    শহরের দিকে একজন পেট্রোল পাম্প মালিক হওয়ার জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাশ হতে হবে। আপনি যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকেন তাহলে শিক্ষাগত যোগ্যতার কোন কড়াকড়ি নেই সেক্ষেত্রে। উপরের বর্ণিত সকল তথ্য দেওয়ার পর আপনি যদি প্রথম ধাপ পেরোতে পারেন তাহলে আপনি আসবেন দ্বিতীয় ধাপে।

    পেট্রোল পাম্প খোলার জন্য ন্যুনতম কত টাকার লগ্নি আপনাকে করতে হবে? আপনি যদি গ্রামীণ এলাকার পেট্রোল পাম্প খুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ন্যুনতম ১২ লক্ষ টাকা এবং শহরাঞ্চলের মধ্যে খুলতে চান তাহলে ন্যুনতম ২৫ লক্ষ টাকার মতো লগ্নি করতে হবে।

    তবে সব টাকা যে আপনাকে ক্যাশ হিসাবে দিতে হবে তা না, আপনার সেই অর্থের গয়না বা বন্ড বা মিউচ্যুয়াল ফান্ড, সেভিং একাউন্ট ব্যাঙ্ক বা রেজিস্টার্ড কোম্পানি বা পোস্টাল স্কিম বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা ডি-ম্যাট একাউন্ট এসব থাকলেও হবে। তবে মিউচ্যুয়াল ফান্ড, বন্ড বা শেয়ারের মোট মূল্যের ৬০% ধরা হবে অর্থমূল্য হিসাবে।

    পেট্রোল পাম্পের জন্য প্রয়োজনীয় জমির অবস্থান: যেহেতু পেট্রোল পাম্পের জন্য একসঙ্গে অনেকটা জমির পরিমান তাই আপনাকে জমির ব্যবস্থা করতে হবে অনেকটাই। তবে এক্ষেত্রে আপনি নিজস্ব জমি বা লিজেও জমি নিতে পারেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। জমি সংক্রান্ত মালিকানার সকল কাগজপত্র আপনার কাছে অবশ্যই থাকতে হবে। তেল মার্কেটিং কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিকরা আপনার জমির অবস্থান দেখে সিদ্ধান্ত নেবেন তা পেট্রোল পাম্পের জন্য উপযুক্ত কি না। সাধারণত এক্ষেত্রে জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা ব্যস্ত বাজারের কাছের জমিকে প্রাধান্য দেওয়া হয়।

    জমির পরিমান: সাধারণত একটি পেট্রোল পাম্প খোলার জন্য ৮০০-১,২০০ বর্গ মিটার জায়গার প্রয়োজন পড়ে। পেট্রোল পাম্প খোলার লাইসেন্স ফী: বর্তমানে পেট্রোল পাম্পে প্রতি কিলো লিটার মোটর স্পিরিটের জন্য ১৮টাকা, প্রতি কিলো লিটার হাই স্পিড ডিজেলের জন্য ১৬ টাকা হিসাবে “B”অথবা “DC” ক্যাটাগরির স্থানের রিটেল আউটলেটের জন্য এবং “A”অথবা “CC”ক্যাটাগরির স্থানের রিটেল আউটলেটের জন্য ৪৮ টাকা প্রতি কিলো লিটার মোটর স্পিরিট এবং ৪১ টাকা প্রতি কিলোলিটার হাই স্পিড ডিজেলের জন্য লাইসেন্স ফী দিতে হয়

    পেট্রোল পাম্পের জন্য আবেদন ফী: আবেদনকারীকে নিয়মিত রিটেল আউটলেটের জন্য ১,০০০ টাকা এবং গ্রামীণ অঞ্চলের জন্য ১০০ টাকা আবেদন ফী জমা দিতে হয়। আবেদনকারী যদি SC বা ST হন তাহলে আবেদন ফী এর ৫০% ছাড় পাওয়া যেতে পারে। আবেদন ফী ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফী ফেরতযোগ্য নয়।

    একজন আবেদনকারী একটি আবেদনই করতে পারবেন কোন একটি নির্দিষ্ট জায়গার জন্য। যদি আবেদনকারী জমির মালিক হন তাহলে তাকে নিয়মিত আউটলেটের জন্য ফেরতযোগ্য নয় স্থায়ী ফি হিসাবে ১৫ লক্ষ টাকা এবং গ্রামীণ এলাকার জন্য ৫লক্ষ টাকার ফী জমা দিতে হবে।

    পেট্রোল পাম্পের ডিলারশিপ পাওয়ার জন্য যেভাবে আবেদন করবেন: প্রথমেই আবেদনকারীদের বিভিন্ন সংবাদপত্রে তেল মার্কেটিং কোম্পানির পেট্রোল পাম্প ডিলারশিপ নেওয়ার নোটিশ দেখতে হবে। সেখানে দেখতে হবে তেল মার্কেটিং কোম্পানি পেট্রোল পাম্প খোলার জন্য আবেদন করতে বলেছে কী না।

    সেই মতো অনলাইনে আবেদন করতে হবে পছন্দের শহর, গ্রাম বা ঠিকানায় একসঙ্গে অনেক আবেদন জমা পড়লে, তেল মার্কেটিং কোম্পানি লটারির মাধ্যমে বিজয়ী আবেদনকারীকে বেছে নেন। আর তারপর আপনাকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ন নথি জমা দিতে হবে। একবার পেট্রোল পাম্পের লাইসেন্স পেয়ে গেলে তাকে টাকা মেটানোর GST রেজিস্টার্ড করিয়ে নিতে হবে। এছাড়াও পেট্রোল পাম্পের নামে একটি ব্যাঙ্ক একাউন্ট খুলতে হবে।

    যদিও পেট্রোল পাম্পের লাইসেন্স পাওয়া একটা কঠিন এবং অর্থবহুল ব্যাপার, কিন্তু একবার পেয়ে গেলে আপনাকে এবং আপনার পরবর্তী প্রজন্মকে আর ভবিষ্যৎ ভাবতে হবেন না। বিশেষ ঘোষণা: উপরের বর্ণিত সকল নিয়ম বা তথ্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে, বা বিভিন্ন তেল মার্কেটিং কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তথ্যসূত্র: ইন্টারনেট।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আডিয়া পাবেন পাম্প পেট্রোল ব্যবসা ব্যবসার যেভাবে লাইসেন্স
    Related Posts
    ওয়ারেন বাফেট

    ওয়ারেন বাফেটের সাফল্যের ৮ মূল সূত্র: বিনিয়োগের জ্ঞান ও শিক্ষা

    May 9, 2025
    আশিক চৌধুরী

    কে এই আশিক চৌধুরী?

    April 9, 2025
    এমাজন এফবিএ (Amazon FBA) ইনভেন্টরি ম্যানেজমেন্ট

    এমাজন এফবিএ (Amazon FBA) ইনভেন্টরি ম্যানেজমেন্ট: সফল বিক্রেতাদের পরামর্শ

    March 12, 2025
    সর্বশেষ সংবাদ
    Modi
    ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল’ নিয়ে মোদির হুঙ্কার
    Gold
    আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে যত টাকা
    Samsung S25 Edge
    স্যামসাং নিয়ে এলো সবচেয়ে পাতলা স্মার্টফোন
    যুক্তরাজ্যের
    যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
    Current
    আগামীকাল যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
    Camera
    ঘরে গোপন ক্যামেরার সন্ধান দেবে স্মার্টফোন
    Moto G86 Power 5G
    প্রকাশ্যে এল Moto G86 Power 5G স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট এবং স্পেসিফিকেশন, দেখুন বিস্তারিত
    ডলারের বিনিময় হারে নমনীয়তা আসছে
    কোম্পানির
    মার্কিন শীর্ষ ১০ প্রযুক্তি কোম্পানির তালিকায় উঠে এলো প্যালান্টির
    Salman Khan
    বিয়ের খরচ বেশি বলেই এখনও বিয়ে করেননি সালমান খান!
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.