Zoom Bangla news
    Facebook Twitter Instagram
    Zoom Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Zoom Bangla news
    Home » পোপ-রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বপ্ন দেখছে ইংল্যান্ড
    ক্রিকেট (Cricket) খেলাধুলা

    পোপ-রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বপ্ন দেখছে ইংল্যান্ড

    June 13, 20223 Mins Read

    স্পোর্টস ডেস্ক : সুযোগ পেলে সেটি কাজে লাগাতে হয় দুই হাতে। ড্যারিল মিচেলের মতো এই মন্ত্রে উদ্বুদ্ধ হলেন অলি পোপ আর জো রুটও। জীবন পেয়ে দুজনই করলেন দুর্দান্ত সেঞ্চুরি। নিউ জিল্যান্ডের রানের পাহাড় টপকে প্রথম ইনিংসে লিড নেওয়ার আশা জাগাল ইংল্যান্ড।
    পোপ-রুটের দুর্দান্ত সেঞ্চুরি
    ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনেও উইকেট ছিল যথারীতি ব্যাটিংয়ের জন্য দারুণ। রোববার ৮৮ ওভারে স্রেফ ৪ উইকেট হারিয়ে ৩৮৩ রান যোগ করেছে ইংল্যান্ড।

    ২০১১ সালে এই মাঠেই ভারতের বিপক্ষে তৃতীয় দিনে ৪১৭ রানের পর টেস্টের কোনো এক দিনে ইংলিশদের সর্বোচ্চ রান এটি। আর ২০১৮ সালের পর থেকে কোনো দলের চতুর্থ সর্বোচ্চ।

    দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৪৭৩ রান। পিছিয়ে আছে তারা আর ৮০ রানে।

    আগের দিন ৩৭ রানে জীবন পাওয়া পোপ খেলেন ক্যারিয়ার সেরা ১৪৫ রানের ইনিংস। তার ২৩৯ রানের ইনিংসটি গড়া ১৩ চার ও ৩ ছক্কায়।
    লর্ডস টেস্টে চতুর্থ ইনিংসে অসাধারণ সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়ের নায়ক রুট এবার তুলে নিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। ২৭ রানে জীবন পেয়ে তিনি ২০০ বলে ২৫ চারে অপরাজিত ১৬৩ রানে।

    অ্যালেক্স লিসের ব্যাট থেকে আসে ৬৭ রান। ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক বেন স্টোকস।

    নিউ জিল্যান্ডের বড় সংগ্রহের কারিগর মিচেল ৩ ও ১০৪ রানে জীবন পেয়ে খেলেছিলেন ১৯০ রানের ইনিংস।

    দুই দলই যেন এই ম্যাচে ক্যাচ ছাড়ার মহড়ায় মেতেছে। প্রথম তিন দিনে ক্যাচ পড়েছে মোট ১০টি!

    ইংল্যান্ড তৃতীয় দিন শুরু করে ১ উইকেটে ৯০ রান নিয়ে। আগের দিন ৩৪ রানে অপরাজিত লিস বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন ১০৯ বলে। নবম ইনিংসে এসে প্রথম টেস্ট ফিফটি পেলেন তিনি।

    এরপর অবশ্য ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি। ম্যাট হেনরির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে স্লিপে ধরা পড়েন তিনি। ১২৫ বলে ১১ চারে সাজানো ৬৭ রানের ইনিংস। তার বিদায়ে ভাঙে ১৪১ রানের জুটি।

    ৫১ রান নিয়ে দিনের ব্যাটিং শুরু করা পোপ এরপর এগিয়ে যান রুটকে সঙ্গী করে। লাঞ্চের আগের ওভারে রুটকে ফেরানোর সুযোগ আসে। কিন্তু বোল্টের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে পারেননি টিম সাউদি।

    বিরতির পর পোপ সেঞ্চুরি পূর্ণ করেন ১৬০ বলে। ২০২০ সালের জানুয়ারিতে ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। আড়াই বছর পর পেলেন আরেকটি, দেশের মাটিতে প্রথম।

    জমে ওঠে দুই ব্যাটসম্যানের জুটি। আগের ম্যাচে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করা রুট ফিফটি করেন ৫৬ বলে। ১১৬ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। তার ক্যারিয়ারের ২৭ সেঞ্চুরির মধ্যে সবচেয়ে দ্রুততম এটিই।
    চা-বিরতির পরপরই মনোযোগ হারিয়ে আউট হয়ে যান পোপ। বোল্টের শর্ট বল পুল করেন তিনি। ফাইন লেগ থেকে ছুটে এসে দারুণ ক্যাচ নেন হেনরি। ভাঙে ২৪৯ বলে ১৮৭ রানের জুটি।

    পাঁচ নম্বরে নেমে টিকতে পারেননি জনি বেয়ারস্টো। বোল্টের বলে কট বিহাইন্ড হন তিনি ৮ রান করে। নিউ জিল্যান্ড উইকেটটা পায় রিভিউ নিয়ে।

    উইকেটে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন স্টোকস। সেটিই শেষ পর্যন্ত কাল হয় তার। স্পিনার মাইকেল ব্রেসওয়েলের আগের বল ছক্কায় ওড়ানোর পর আরেকটির চেষ্টায় ক্যাচ দেন তিনি ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে।

    বেন ফোকসকে নিয়ে দিনের বাকিটা পার করে দেন রুট। ১৮১ বলে তিনি পা রাখেন দেড়শতে। ১০ রানে জীবন পেয়ে ফোকস খেলছেন ২৪ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৬৮।

    সংক্ষিপ্ত স্কোর:

    নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৫৩

    ইংল্যান্ড ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৭৩/৫ (আগের দিন ৯০/১) (লিস ৬৭, পোপ ১৪৫, রুট ১৬৩*, বেয়ারস্টো ৮, স্টোকস ৪৬, ফোকস ২৪*; সাউদি ২৮-১-১১৯-০, বোল্ট ২৬.৩-৫-৮৯-৩, হেনরি ২৭-৫-১২৮-০, জেমিসন ১৬.৩-৩-৬৬-১, ব্রেসওয়েল ১৪-২-৪৮-১, মিচেল ২-০-৮-০)

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


    bedbug killer
    cricket ইংল্যান্ড ক্রিকেট খেলাধুলা দুর্দান্ত দেখছে পোপ-রুটের সেঞ্চুরিতে স্বপ্ন

    Related Posts

    ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে’, এভাবে বলা ভুল হবে

    August 11, 2022
    সুনিতা বেবি

    ভরা মঞ্চে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুনিতা বেবি

    August 10, 2022
    বাংলাদেশ

    ১০৫ রানের শান্তনার জয় পেল বাংলাদেশ

    August 10, 2022
    ksrm
    সর্বশেষ খবর
    উপবৃত্তির টাকা

    হঠাৎ অ্যাকাউন্ট থেকে উধাও প্রাথমিকের উপবৃত্তির টাকা!

    কাজ শুধু শুয়ে শুয়ে ঘুমানো, মিলবে মোটা টাকার বেতনও!

    যৌ নতার প্রস্তাব দেওয়া নারীরা দে হ ব্যবসায়ী, মন্তব্য অভিনেতার

    মুহূর্তেই মাথাব্যথা কমাবে যে মসলা

    এক মিনিটের অরিজিনাল মিউজিক ভিডিও, সংগীত জগতের এক অনন্য ধারণা

    পুরুষ সঙ্গীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা!

    বিল গেটসের দান ও বিশ্বের সম্পদ

    কম বয়সে দ্রুত কোটিপতি হতে চাইলে যা করবেন

    পাবলিক টয়লেটে মার্কিন পর্যটককে ধর্ষণ

    ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে’, এভাবে বলা ভুল হবে






    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2022 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.