Advertisement
জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলার পোরশা উপজেলায় আজ গোপালভোগ আম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় পোরশা উপজেলান পোরশা মিনা বাজার এলাকায় আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট চারহাজার ৮০ হেক্টর জমিতে গোপালভোগ আম চাষ হয়েছে।আর আম চাষ হয়েছে মোট ২৫ হাজার আটশ’ ৫০ হেক্টর জমিতে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।