স্পোর্টস ডেস্ক: পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেলো টমাস টুখেলের দল।
পোর্তোকে হারিয়ে সেমির পথে চেলসি
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেলো চেলসি। বুধবার রাতে সেভিয়ায় ম্যাসন মাউন্ট চেলসিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেন চিলওয়েল।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই সেভিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।
৩২তম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শটেই এগিয়ে যায় চেলসি। জর্জিনিয়োর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন মাউন্ট।
৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্লুজরা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার চিলওয়েল।
একই মাঠে আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool