স্পোর্টস ডেস্ক : আগামী ৪ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের। আর এই আসর মাঠে গড়ানোর আগে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই প্রদর্শনী ম্যাচে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।
ডোয়াইন ব্রাভোর নেতৃত্বে খেলবেন তিনি। সাড়ে তিন বছর পর ফের মাঠে দেখা যাবে তাকে। ব্রাভোর দল কাইরন পোর্লাডের দলের বিপক্ষে লড়বে। কাইরন পোলার্ডের দলে আছেন জিমি নিশাম ও সেকুগে প্রসন্নর মতো বিদেশী তারকারা।
প্রদর্শনী এই ম্যাচের নামকরণ করা হয়েছে ‘সিলেক্টর ফ্যান কাপ’। আগামী এক সেপ্টেম্বর পোর্ট অব স্পেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রাভো একাদশঃ ব্রায়ান লারা, লেন্ডেল সিমন্স, আমির জাঙ্গো (উইকেটরক্ষক), টায়ন ওয়েবস্টার, ডুয়াইন ব্রাভো (অধিনায়ক), জাভন শার্লস, ইয়ানিক কারিয়াহ, সুনীল নারিন, আলী খান, আকিল হোসেন, শিনো বেরিজ, জয়ডিন শিলস, ইসা রাজাহ, জেপি ব্যারি ও ডেক্সটার সুইন।
পোলার্ড একাদশঃ দীনেশ রামদিন (উইকেটরক্ষক), মার্ক দেয়াল, কাইরন পোলার্ড, জিমি নিশাম, সেকুগে প্রসন্ন, জশুয়া ডি সিলভা, খারি পিয়েরি, টেরেন্স হিন্ডস, অ্যান্ডারসন ফিলিপ, জন রুশ, জালারনি শিলস, লিওনার্দো জুলিয়েন, নিকোলাস অ্যালেক্সি, কর্ন ওটলে, ইয়ানিক ওটলে ও ড্যারন ক্রুইকশ্যান্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।