Advertisement
পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম সম্প্রতি পোল্যান্ডে লিথুনিয়ার রাষ্ট্রদূত ভালদেমারাস সারাপিনাসের সঙ্গে বৈঠক করেছেন। দুই রাষ্ট্রদূত বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ দূতাবাস, ওয়ারশার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পোল্যান্ডে লিথুনিয়ার দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম দুই দেশের মধ্যে ব্যবসা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির সুযোগ অনুসন্ধান করেছেন।
তিনি বৈঠকে লিথুনিয়া এবং বৃহত্তর বাল্টিক অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ময়নুল ইসলাম লিথুনিয়ায় বাংলাদেশের সমদূরবর্তী রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



