জুমবাংলা ডেস্ক: একটি পোশাক তৈরি করে গিনিস বুকে জায়গা করে নিয়েছে ইতালির ব্রাইডাল বিপণী মিশেলা ফেরেরিওর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাইডাল বিপণী মিশেলা ফেরেরিওর বিশেষ কায়দায় তৈরি পোশাকটিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্ফটিক ব্যবহার করার কারণে গিনিস বুকে জায়গা করে নিয়েছে। বিয়ের জন্য বিশেষভাবে তৈরি এই গাউনেই ব্যবহার করা হয়েছে ৫০ হাজারের বেশি স্ফটিক।
প্রতিবেদন অনুসারে, চার মাস ধরে তৈরির পর চলতি বছরের ১৪ এপ্রিল মিলানে সি স্পোসাইটালিয়া কোলেজিওনি ফ্যাশন শোয়ে এই পোশাকটি সবার সামনে আনা হয়।
প্রসঙ্গত, এই ধরনের বিয়ের পোশাক তৈরিতে বেশ নামডাক রয়েছে এই ব্রাইডাল বিপণীর। নির্মাতারা জানান স্ফটিক কাপড়ের তুলনায় বেশ ভারী পদার্থ। তাই পোশাকের প্রাথমিক স্তরটি বিশেষ কায়দায় নির্মিত। ৫০ হাজার স্ফটিক ধরে রাখতে পারে এমনভাবেই মজবুত করে তোলা হয়েছে কাপড়ের প্রাথমিক স্তরকে। তারপর ওই স্তরের ওপর একে একে স্ফটিক বসানো হয়েছে। এরই মধ্যে চোখ ধাঁধানো পোশাকটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।