প্যানাসনিক আনলো আকর্ষণীয় ডিজাইনের ট্যাবলেট টাফবুক এস১

প্যানাসনিক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতের বাজারে নতুন ট্যাবলেট উন্মোচন করেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক। প্যানাসনিক টাফবুক এস১ নামে ডিভাইসটির অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী বাহ্যিক গঠন ও বর্ধনযোগ্য ব্যাটারি।

প্যানাসনিক টাফবুক এস১ ট্যাবে ৭ ইঞ্চির ডব্লিউএক্সজিএ আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১২০০X৮০০ পিক্সেল। ডিসপ্লের বেজেলগুলো খুবই প্রশস্ত। তবে শক্তিশালী গঠনশৈলীর দিক থেকে প্রশস্ত বেজেল থাকাকে স্বাভাবিক মনে করছেন প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা। ট্যাবটি ১ দশমিক ৫ মিটার ওপর থেকে নিচে পড়লেও কোনো ক্ষতি হবে না। প্রতিষ্ঠানটির দাবি ২০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ট্যাবটি ব্যবহার করা যাবে।

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া নিয়ে মুখ খুললেন শাকিব খান

নতুন ট্যাবটিতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইএমএমসি ৫.১ ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য এতে অ্যাড্রেনো ৫১২ ইউনিটও রয়েছে। ট্যাবটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। দীর্ঘ ভ্রমণ ও অন্যান্য বাহ্যিক কাজের জন্য ট্যাবটি তৈরি করা হয়েছে।

প্যানাসনিক টাফবুক এস১ ট্যাবে ৩ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটি এবং ৫ হাজার ৫৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের বর্ধনযোগ্য আরেকটি ব্যাটারি রয়েছে। প্রথমটি ৮ ঘণ্টা পর্যন্ত এবং দ্বিতীয়টি ১৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসে ফোরজি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.১, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি মাইক্রো এসডি/এসডিএক্সসি কার্ড স্লট, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ও একটি পোর্ট রেপ্লিকেটর রয়েছে।

Redmi Note 10 Pro বনাম Realme V11s 5G কোনটি সেরা স্মার্টফোন

ট্যাবে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ডিজিটাল কম্পাস, জায়রোস্কোপ, জিপিএস, গ্লোনাসসহ বেশকিছু সেন্সর রয়েছে। বাজারে কালো ও সিলভার রঙে ট্যাবটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ১ হাজার ২৯৪ ডলার। —গিজমোচায়না ও গ্যাজেটসথ্রিসিক্সটি