বিনোদন ডেস্ক : ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় ভালোবাসার শহর। আর এই শহরে মালাবদল করলেন গায়িকা আজমেরী নির্ঝর। শুক্রবার প্যারিস শহরে পারিবারিক আয়োজনে বিয়ের কাজ সেরে নিয়েছেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতটা সম্পন্ন হয়েছে।
নির্ঝরের বরের নাম জাহেদ আহমেদ মামুন, তিনি ফ্রান্সের প্রবাসী বাঙালি ব্যবসায়ী। বিয়ে প্রসঙ্গে নির্ঝর এই প্রতিবেদককে বলেন, ‘লেখা পড়া ও কাজ নিয়ে প্যারিসে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমাদের এই বিয়ের ঘটকালি আমার কাজিনরা করেছেন। কয়েক বছর ধরে পরিবার থেকেও বিয়ের জন্য চাপ ছিল। এবার যখন পারিবারিকভাবে বিয়ের উদ্যোগ নেওয়া হলো, তখন সম্মতি দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিয়ে তো সারা জীবনের সিদ্ধান্ত। মনের মতো একজন মানুষের দেখা না পেলে সিদ্ধান্ত নেওয়াটা মুশকিল। আমাদের যখন পারিবারিকভাবে কথাবার্তা হচ্ছিল, সবকিছু মিলিয়ে মনে হয়েছে, এবার বিয়েতে সম্মতি দেওয়াই যায়।’
‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজরে আসেন আজমেরী নির্ঝর। এরপর একে একে তার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। তার গাওয়া হৃদয় খানের সুরে ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গানগুলো সুপারহিট হয়েছিল। এছাড়া একক অ্যালবাম ‘স্বপ্নমুখীর’ ‘আরাধনা’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।