বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি ট্রেন্ডিং লোকগীতির ‘কালো ভ্রমর’ গানের সঙ্গে এবার নৃত্যের ডালি নিয়ে হাজির হলেন, সোশ্যাল মিডিয়ার সেনসেশন যুবতী মৌ। খুব জনপ্রিয় এই গানটিতে মাঝে মাঝেই নানা রকমভাবে পারফরম্যান্স করে গানটিকে আরো জনপ্রিয় বানিয়ে দিচ্ছে সোশ্যাল ইউজাররা। আসলে সোশ্যাল মিডিয়ায় যে শুধু হিন্দি গানই ভাইরাল হয় তা কিন্তু নয়। এখানে সমান পরিমাণে দাপিয়ে বেড়াচ্ছে অন্যান্য আঞ্চলিক ভাষারও গানগুলি।
এবার খোলা মাঠের মধ্যেই একেবারে সেক্সি অবতারে ধরা দিয়ে দুর্দান্ত নৃত্য পরিবেশন করলেন মৌ। ছিপছিপে ফিগারের অধিকারী সেক্সি হট যুবতী মৌ। যাকে আপনারা মোটামুটি সবাই চেনেন, যাকে প্রায়শই নিত্যনতুন বাংলা গানের সহিত কোমর দুলিয়ে একেকটা নাচের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ করতে দেখা যায়। কখনো বাংলা চলচ্চিত্রের গানে নাচে দুর্দান্ত কোমরের ঠুমকা এবং শরীরি হিল্লোল তুলছেন তিনি, আবার কখনো লোকগীতি-পল্লীগীতি, বাউল, ভক্তিগীতিসহ বিভিন্ন নাচের ডালি নিয়ে ইন্টারনেট দখল করছেন তিনি।
এবারও ‘কালো ভ্রমর গুনগুন’ গানের তালে খোলা বনের মাঝেই চমতকার নাচলেন মৌ। তাঁর পরনে ছিল কালো রঙের শাড়ি। ব্লাউজ নেই, মানানসই মেক-আপ, সুন্দর করে খোপা বাঁধা চুলে গয়না, কাঁধে আঁকা আল্পনায় ও কোমরে রূপোলি গয়নায় নিজেকে মুড়ে দারুণ মোহময়ী হয়ে উঠলেন তিনি। তিনি এমন একটি পরিবেশকে বেষ্টন করে নাচলেন যে, যেখানে তাঁর নাচকে যেন আরও সুন্দর করে দিল প্রকৃতি। তাঁর নৃত্যের ধাঁচ দেখেই বোঝা যাচ্ছে, তিনি ক্ল্যাসিকাল নৃত্যে বেশ পারদর্শী। তাঁর নাচে রয়েছে যেমন অঙ্গপ্রত্যঙ্গের সমাবেশ, তেমনি প্রকাশিত হয়েছে তাঁর দুর্দান্ত এক্সপ্রেশনও। তাইতো তাঁর নাচটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।
তাঁর দুর্দান্ত শরীরের হিল্লোল সবটাই নজরকাড়া ছিল। যা দেখে নেটিজেনরা রীতিমতন মুগ্ধ হয়ে গিয়েছেন।তাইতো এই ভিডিওটি প্রচুর পছন্দের সংখ্যা ছাড়িয়েছে। মাত্র এক ঘন্টা আগে এই ভিডিওটি মৌ তাঁর ‘Dance Star Mou’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করলেও এখনও তা কয়েক শো লাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি অনেকেই “সুপার্ব”, “পারফরম্যান্স”, “খুব সুন্দর হয়েছে”, “বিউটিফুল”, “জবরদস্ত”, “ওয়াও” ইত্যাদি মন্তব্য ফুটে উঠেছে।