জুমবাংলা ডেস্ক : প্রচণ্ড গরমে উৎপাদন কমে যাওয়া এবং গরম বাড়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আবারো খারাপ হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৩০০ মেগাওয়াটের চাহিদা মেটাতে সোমবার (২৯ মে) দুপুর ১২টায় দেশে ১ হাজার ৪৫১ মেগাওয়াটের লোডশেডিং হয়েছে।
তারা বলছে, বিপিডিবির উৎপাদন ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ১১ হাজার ৮৪৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে।
বিপিডিবি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই লোডশেডিংয়ের প্রকৃত পরিমাণ সরকারি পরিসংখ্যানে উঠে আসে না।’
এদিকে, ঢাকা শহরসহ বিভিন্ন স্থানে দিনে ৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোক্তারা।
কিশোরগঞ্জের বাসিন্দা আব্দুল কুদ্দুস নামের এক ভোক্তা অভিযোগ করেন, তারা দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পান এবং বেশির ভাগ সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়।
রাজধানীর মগবাজার এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, তাদের ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়।
বিপিডিবি’র পরিসংখ্যানে দেখা যায় যে সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিকে ৫৮৬ মেগাওয়াটের লোডশেডিংয়ে যেতে হয়, কারণ চাহিদা ছিল ১৪ হাজার ২০৩ মেগাওয়াট এবং সরবরাহ হয়েছে ১৩ হাজার ৬১৭ মেগাওয়াট।
তারা বলেন, কয়লা ও গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে।
সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।