Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home প্রতাপশালী পুটিনের জনপ্রিয়তায় ভাটা?
    আন্তর্জাতিক

    প্রতাপশালী পুটিনের জনপ্রিয়তায় ভাটা?

    SazzadAugust 10, 20196 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: রাশিয়াকে দুই দশক ধরে নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির পুটিন৷ রাশিয়ানরা নানা সংকটে সরকারের ঘাড়ে দায় দিলেও প্রেসিডেন্ট রাখতেন প্রশ্নের ঊর্ধে৷ ঘরোয়া রাজনীতির নতুন হাওয়ায় বদলে যাচ্ছে দৃশ্যপট৷ তবে কি শেষ হতে যাচ্ছে পুটিন অধ্যায়? খবর ডয়েচে ভেলের।

    ১৯৯৯ সালের ৯ আগস্ট রাশিয়ার রাজনীতির মসনদে আসেন পুটিন৷ তখন তিনি নিলেন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব৷ বরিস ইয়েলৎসিনের এই উত্তরসূরি রাজনীতির মাঠের তখন নবাগত৷ টানা চার মেয়াদে দেশটির শীর্ষস্থান ধরে রেখে রাজনীতির মাঠে নিজেক ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন পুটিন৷ জনমত অন্তত তাই বলে৷

    রাশিয়ার একটি জনপ্রিয় কথা এরকম যে, রাজা ভাল, খারাপ হলো তার পরিষদ৷ এই ‘মিথ’ চ্যালেঞ্জ করে ২০১৮ সালে বার্ষিক সংবাদ সম্মেলনে পুটিন বলেছেন, ‘‘কিন্তু আমি বলতে চাই কোনো কিছু ব্যর্থ হলে বা দেশে কোনো সংকট তৈরি হলে, সে দায় সবার৷”

    পুটিনের বক্তব্যকে দূরদর্শী বলার সুযোগ আছে৷ কারণ সাম্প্রতিক জরিপগুলোর বলছে তিনি ধরা ছোঁয়ার বাইরে নন৷ ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে পুটিন রাষ্ট্রপতি নির্বাচিত হলে সরকারের চেয়ে তাঁর জনপ্রিয়তা ৩৫ শতাংশ বেশি ছিল। রাষ্ট্রীয় জরিপ প্রতিষ্ঠান ভিটিএসআইওএম বলছে, ব্যবধান কমে তা দাঁড়িয়েছে ২৩ শতাংশে৷ বলা হচ্ছে, পুটিনের প্রতি জনগণের আস্থাও কমেছে৷ যা ২০০৬ সালের এই প্রথম পুটিনের জনপ্রিয়তা ভাটা লেগেছে৷

    ‘সুপার পাওয়ার রাশিয়া’

    পুটিনের জনপ্রিয়তার সঙ্গে রাশিয়ার গৌরব ফিরে পাওয়ার বিষয়টি সংযুক্ত৷ ৯০ দশকের শেষের দিকে ক্ষমতায় আসেন পুটিন৷ তখন রাশিয়ার অবস্থা কিছুটা নড়বড়ে৷ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আক্রান্ত হয় দেশটির অর্থনীতি আর তার প্রভাব পড়ে সমাজনীতিতেও৷ রাশিয়ানরা মনে করেছিল, তাঁরা তাঁদের জাতীয় গৌরব হারাতে বসেছে৷

    স্বাধীন জরিপ প্রতিষ্ঠান লেভাডা সেন্টারের পরিচালক লেভ গুডকভ বলেন, ‘‘পুটিনের লক্ষ্যই ছিল রাশিয়াকে বিশ্বের বুকে সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করা৷ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অন্তত রাশিয়ানরা যাতে তাঁদের আত্মবিশ্বাস ফিরে পেতে পারে সেদিকেই মনোযোগী ছিলেন পুটিন৷” ২০১৪ সালে ক্রিমিয়া সংযোজনের পরও পুটিনের গ্রহণযোগ্যতা ছিল ধরা ছোঁয়ার বাইরে৷

    দায়িত্ব সংকোচন

    ঘরোয়া রাজনীতির পরিবর্তনে শুধু পররাষ্ট্র নিয়ে পড়ে থাকার সুযোগ নেই পুটিনের৷ দেখতে হচ্ছে ঘরোয়া বিষয়গুলোও৷ গুডকভ বলেন, একটা সময়ের জন্য মনে হচ্ছিল ঘরোয়া দায়িত্ব এড়িয়ে চলার কৌশলটি কাজে এসেছে৷ কিন্তু পেনশন সংস্কার আইনে সই করে, অভ্যন্তরীণ দায়িত্বও নিয়েছেন তিনি৷ গেল বছরের সেপ্টেম্বের ডুমায় বিলটি পাশ হয়৷ অক্টোবরের শুরুতে বিলে সই করেন পুটিন৷ কিন্তু এই পদক্ষেপ সারাদেশে বিক্ষোভের জন্ম দেয়৷

    বেড়েই চলেছে হতাশা?

    পুটিনের জনপ্রিয়তায় ভাটার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে চিহ্নিত করেছেন গুডকভ৷ অর্থনৈতিক স্থবিরতা, বেতন কমানোকে প্রধান কারণ বলছেন এই গবেষক৷ আর দ্বিতীয় কারণ হিসেবে গুডকভ দায়ি করেছেন ন্যায় বিচারের অভাব আর দুর্নীতিকে৷ তাঁর মতে, দুর্নীতির লাগাম টেনে ধরা হলে এবং সামাজিক নীতিতে পরিবর্তন এনে সাধারণ মানুষের চাহিদা পূরণ করা হলে পুটিন আবার ফিরে আসতে পারেন পুরনো রূপে৷

    পুতিনের প্রতিদ্বন্দ্বী নাভালনি!

    রাজনীতিবিদের মুখ
    ছিলেন আইনজীবী৷ হয়েছেন সক্রিয় রাজনীতিক৷ চ্যালেঞ্জ জানাচ্ছেন ভ্লাদিমির পুতিনকে৷ ২০০৮ সালের কথা৷ রাশিয়ার রাজনীতি আর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অপকর্ম নিয়ে ব্লগ লিখে রাতারাতি আলোচনায় আসেন নাভালনি৷ তাঁর লেখা ব্লগের কারণে অনেকেই পদত্যাগ পর্যন্ত করতে বাধ্য হন৷ যা ছিল রাশিয়ার রাজনীতির বিরল দিক৷
    বিতর্কিত সংসদীয় নির্বাচন
    ২০১১ সালে প্রথম কারাগারে গেলেন নাভালনি৷ ছিলেন ১৫ দিন৷ অভিযোগ, মস্কোর স্টেট ডুমায় সরকার বিরোধী মিছিল-সমাবেশ৷ পুতিনের ‘ইউনাইটেড রাশিয়া’ নির্বাচনে জয় পায়৷ কিন্তু ভোট কারচুপির অভিযোগ আনা হয় পুতিনের বিরুদ্ধে৷ কারাগারে রেখেও দমানো যায়নি নাভালনিকে৷ বের হয়ে এসে আবারো চাঙ্গা করেন পুতিন বিরোধী আন্দোলন৷
    কারাগের দ্বিতীয় সাময়িক
    ২০১২ সালে পুননির্বাচিত হলেন পুতিন৷ রাশিয়ার তদন্ত কমিটিকে নির্দেশ দিলেন নাভালনির অতীত খুঁজে বের করতে৷ দ্বিতীয় দফায় কারাগারে গেলেন নাভালনি৷ আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে জেল খাটলেন পাঁচ বছর৷ উচ্চ আদালতে শেষ পর্যন্ত মুক্তি দেয় তাঁকে৷
    ক্রেমলিন বিরোধী মঞ্চ
    আইনি কিছু ঝামেলায় পড়েও, মস্কোর মেয়র পদে নির্বাচনে অনুমতি পান তিনি৷ ২০১৩ সালের ওই নির্বাচনে নাভালনিকে হার মানতে হয়৷ কারণ, পুতিনের মিত্র সের্গেই সোবানিয়ান বিপুল ভোটে জয় পায়৷ আর বিরোধী রাজনীতি আবারো চাপা পড়ে যায় পুতিন জোয়ারে৷
    রাজনীতিকের সামাজিক যোগাযোগ
    ক্রেমিলন বিরোধী আন্দোলনের কারণে রাষ্ট্রীয় টেলিভিশনে নিষিদ্ধ হন নাভালনি৷ ফলে, নিজের রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্লগ৷ গুছিয়ে বলতে পারা, ভাষার ব্যবহার, পুতিনকে নিয়ে হাস্যরসত্মাক কথা আর বিনয়-সবমিলিয়ে তরুণদের কাছে তিনি হয়ে যান নতুন কান্ডারি৷
    রাষ্ট্রপতির হওয়ার আকাঙ্ক্ষা
    ২০১৬ সালের ডিসেম্বরে ঘোষণা দিলেন প্রেসিডন্ট পদে লড়তে চান তিনি৷ ২০১৮ সালের মার্চকে সামনে রেখে শুরু করলেন প্রচারণা৷ এবার দুর্নীতির অভিযোগে পারলেন না কাঙ্ক্ষিত পদে দৌড়াতে৷ যদিও বলা হয়, রাজনৈতিক হয়রানি শিকার হয়েছেন তিনি৷
    দুর্নীতির দায়
    ২০১৬ সাল৷ ইউরোপিয়ান মানবাধিকার আদালত এক রুলে জানায়, কিরভ মামলায় সুবিচার বঞ্চিত হয়েছে নাভালনি৷ রাশিয়ার সুপ্রিম কোর্টও নাভালনির পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করে৷ নথি পাঠিয়ে দেয়া হয় কিরভ আদালতে৷ ২০১৭ সালে আবার তাঁর কারাদণ্ড বাতিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়৷
    অর্ধযুগে মস্কোর বড় বিক্ষোভ
    ২০১৭ সালের ফেব্রুয়ারি৷ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিলিয়ন-ইউরোর সাম্রাজ্য নিয়ে রিপোর্ট লিখেন নাভালনি৷ সেই ঘটনাকে ঘিরে রাশিয়ার অন্তত ১২টি শহরে শুরু হয় দুর্নীতি বিরোধী মিছিল-সমাবেশ৷ নাভালনিসহ অন্তত হাজারো রাজনৈতিক কর্মীকে সেদিন গ্রেপ্তার করা হয়৷ ২০১১ সালের পর এতো বড় বিক্ষোভ আর দেখেনি মস্কোবাসী৷ ১৫ দিন কারাবাসের পর মুক্তি পায় নাভালনি৷
    শারীরিক লাঞ্চনা
    দুর্নীতি বিরোধী আন্দোলনের দুই মাস পর হাসপাতাল ঠিকানা হয় তাঁর৷ নাভালনির মুখে ছোঁড়া হয় সবুজ রঙের রাসায়নিক৷ ডান চোখের কর্নিয়া তাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়৷ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়া হয়নি তাঁকে৷ কারণ তখনও দুর্নীতির অভিযোগ ঝুলছিল তাঁর গলায়৷ পরে ক্রেমলিনের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্তে চোখের অপারেশনের জন্য স্পেন যাওয়ার অনুমতি পান নাভালনি৷
    অর্ধযুগে মস্কোর বড় বিক্ষোভ
    ২০১৭ সালের ফেব্রুয়ারি৷ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিলিয়ন-ইউরোর সাম্রাজ্য নিয়ে রিপোর্ট লিখেন নাভালনি৷ সেই ঘটনাকে ঘিরে রাশিয়ার অন্তত ১২টি শহরে শুরু হয় দুর্নীতি বিরোধী মিছিল-সমাবেশ৷ নাভালনিসহ অন্তত হাজারো রাজনৈতিক কর্মীকে সেদিন গ্রেপ্তার করা হয়৷ ২০১১ সালের পর এতো বড় বিক্ষোভ আর দেখেনি মস্কোবাসী৷ ১৫ দিন কারাবাসের পর মুক্তি পায় নাভালনি৷
    গ্রেপ্তার এবং গ্রেপ্তার গেল বছরের গোড়ার দিকে এক মাস জেল খেটেছেন নাভালনি৷ তার কিছুদিন বিরতি দিয়ে আবারো গ্রেপ্তার হন তিনি৷ গেল সেপ্টেম্বরে জামিন পান৷ এ বছরের এপ্রিলে, তাঁর পক্ষে রুল জারি করে ইউরোপের মানবাধিকার কোর্ট৷ বলা হয়, কিরভ মামলায় ২০১৪ সাল থেকে এক প্রকার গৃহবন্দি রেখে নাভালনির অধিকার হরণ করেছে রাশিয়া৷
    এবার বিষক্রিয়া
    ১০ দিন জেল খেটে বের হবার পর, সাতদিনও কাটেনি৷ এ বছরের জুলাইতে আবারো গ্রেপ্তার হন তিনি৷ রাশিয়ার কঠোর প্রতিবাদ আইন ভঙ্গের অভিযোগে আবারো ৩০দিনের জন্য জেলে ঢুকলেন তিনি৷ কারাগারে তাঁর শরীরে বিষ প্রয়োগের অভিযোগ তুলেছেন পুতিন বিরোধী এই রাজনীতিবিদ৷

    এখনও ‘নাম্বার ওয়ান পুটিন’

    অর্থনীতি, স্বাস্থ্যসেবা আর বেতন নিয়েই জনগণের মাঝে অসন্তুষ্টি আছে বলে মনে করেন ভিটিএসআইওএম-এর পরিচালক ভ্যালেরি ফয়ডরভ৷ তিনি মনে করেন, পুটিনের প্রতি আস্থা কমে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কিছু না৷ কারণ সাধারণ মানুষ সবসময়ই প্রেসিডেন্ট ও সরকারের মধ্যে গুলিয়ে ফেলেন বলেই বিশ্বাস করেন তিনি৷ ফয়ডরভ বলেন, ‘‘পুটিন এক নম্বর রাজনীতিক৷ পুটিন এই দেশের জন্য দায়বদ্ধ৷ এটা সবাই জানে৷”

    তিনি আরো বলেন, ‘‘পুটিনের প্রতি মানুষ কৃতজ্ঞ, তাঁরা পুটিনকে সম্মান করে, পুটিনের মধ্যে তাঁরা স্বপ্ন দেখে৷” তাঁর যুক্তি, ‘‘আমি সংখ্যাগরিষ্ঠ মতামতের কথা বলছি৷ কিন্তু এটাও ঠিক পুটিনের ওপর সন্তুষ্ট নয় এমন মানুষও আছে৷ তাঁরা পরিবর্তনও চায়৷ কিন্তু তাঁদের সংখ্যা খুব বড় নয়৷”

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক জনপ্রিয়তায় পুটিনের প্রতাপশালী ভাটা
    Related Posts
    বিগ বিউটিফুল বিল

    পাস হওয়ার একদিন পরই আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

    July 5, 2025
    পুতিন

    ট্রাম্পকে ফোনে অপেক্ষা করানোটা বেশ বিব্রতকর, উনি রাগ করতে পারেন: পুতিন

    July 5, 2025
    Trump

    কিছু দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

    July 4, 2025
    সর্বশেষ খবর
    ঘরোয়া ডায়েট প্ল্যান

    ঘরোয়া ডায়েট প্ল্যান: আপনার সুস্থতার রোজকার রূপকথা

    আত্মউন্নয়ন

    আত্মউন্নয়নে বই পড়ার উপকারিতা: সাফল্যের চাবিকাঠি

    স্কুলে বাচ্চাদের প্রেরণা

    স্কুলে বাচ্চাদের প্রেরণা দেওয়ার সহজ কৌশল: একটি আলোকিত ভবিষ্যৎ গড়ার হাতিয়ার

    Daraz Bangladesh Online Shopping: Shop Wisely

    Daraz Bangladesh Online Shopping: Shop Wisely

    ইংল্যান্ড

    ইংল্যান্ডের পাগলাটে কীর্তি, ৫ ডাকের পরও ৪০৭ করে গড়ল ইতিহাস

    AI Tools Revolutionizing Graphic Design

    AI Tools Revolutionizing Graphic Design

    Budget-Friendly Travel Destinations 2025 Vietnam

    Budget-Friendly Travel Destinations 2025: Vietnam

    Buy Domain From Godaddy

    Buy Domain From Godaddy Fast & Secure Domain Registration

    Moto

    চীনে লঞ্চ হল Moto G100 Pro, জেনে নিন দাম ফিচার ডিটেইলস

    Samsung Galaxy S23 Ultra

    Samsung Galaxy S23 Ultra: Price in Bangladesh & India with Full Specifications

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.