জুমবাংলা ডেস্ক : যশোরে প্রতারণার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা করেছেন এক মেয়ে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মা ফিরোজার খাতুনের নামে এ মামলা করেছেন শহরের বকচর এলাকার ফিরোজ উদ্দিনের মেয়ে সোনিয়া খাতুন। অভিযুক্ত ফিরোজা খাতুন শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা।