প্রতিটি রেইপ আঙ্গুল তুলে দেখাবে আপনি নপুংসক

নাজনীন মুন্নী : যা কিছু খবর নিয়ে কয়েকদিন ধরে কাজ করছি আর বুঝতে পারছি আপনি, আমি, আমরা নপুংসক

  • মেয়েকে ধর্ষণ করেছে বাবা
  • ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ
  • ফাদার ধর্ষণ করেছে কিশোরীকে .. টানা ৩ দিন আটকে
  • মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছে মাদ্রাসারই ছাদে
  • বোনের সাবেক স্বামী তার বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ-খুন/ আত্মহত্যা
  • স্বামীর সাথে নিরাপদ ভেবে বেড়াতে যাওয়া বধূটির ধর্ষণ

কোনটা কম ভয়াবহ বা বিভৎস বা কম আতংকের?!!! এই প্রতিটি ঘটনার যদি ভিডিও থাকতো আমি নিশ্চিত প্রতিটা ভিডিও আাপনাকে আতঙ্কিত বিমর্ষ ভয়ার্ত করতো প্রতিবার। নোয়াখালী ঘটনায় সবাই জেগেছে। কারণ এই দেশের মানুষ চোখে না দেখলে সে জিনিস ঠিক গায় মাখে না। আজ খবর করেছি মানসিক প্রতিবন্ধী নারী যাকে এলাকার মানুষ পাগলী ডাকে.. সে শিশুর জন্ম দিয়েছে। কেমন করে সম্ভব!! কেমন করে!???? এত বিকৃতি কেমন করে সম্ভব?!! এই দেশে পতিতালয় তো আছে.. রাস্তায় এই পাগলের বাইরেও খুব সস্তায় নারীও পাওয়া যায়… কুকুর বৃত্তিয় উত্তেজনা মেটাতে.. তারপরও কেনো??!!!

কারণ এই পশুত্বের একটা আনন্দ নিশ্চয় এখন খুঁজে পাচ্ছে তারা। গ্রেফতার.. তারপর জামিন.. এমন কি আর??!!! সো সবাই পুরুষত্ব দেখাচ্ছে। কারণ আপনি বিচার করতে পারেন না!!!!
নোয়াখালীর ভিডিও দেখে আমি চূড়ান্ত অসুস্থ বোধ করছি আমার গা গোলাচ্ছে। কেউকি পারবেন এদের কাউকে এমন উলঙ্গ করে পুরো দেশ ঘুরাতে!! মৃত্যুদণ্ড চাইছি না। তাকে বোঝান অন্তত অসম্মান কেমন লাগে….

আর না হলে প্রতিদিন এমন হবে.. হতেই থাকবে.. প্রতিটি রেইপ আপনার দিকে আঙ্গুল তুলে দেখাবে আপনি নপুংসক।

(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)