
জুমবাংলা ডেস্ক: করোনার দুসময়ে আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেঞ্চুরি একাডেমি’। সংগঠনটি প্রতিদিন প্রায় এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করে চলেছে। খবর ইউএনবি’র।
গত ৭ এপ্রিল থেকে সংগঠনটি সবজি বিতরণ কর্মসূচি শুরু করে।
এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকায় সংগঠনটির উদ্যোগে সবজি বিতরণ করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মো. সাইফুল ইসলাম।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার নিজস্ব প্রতিনিধি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
অর্ধশতাধিক পরিবারের মাঝে লাউ ও উচ্ছে বিতরণ করা হয়।
সেঞ্চুরি একাডেমির পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা এজাজ আহমেদ স্বপন বলেন, ‘সেঞ্চুরি একাডেমি অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সংগঠন। ২০০০ সালের ভয়াবহ বন্যার সময় আত্মমানবতার সেবার ব্রত নিয়ে সংগঠনটির প্রকাশ ঘটে। সেখান থেকেই স্বেচ্ছাসেবী এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। কোনো কিছু পাওয়ার আশায় নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।